বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

অগ্নিদগ্ধদের চিকিৎসা

প্রধানমন্ত্রীর নির্দেশনা আশা জাগানিয়া

বাংলাদেশে প্রতি বছর আগুনে পুড়ে বিপুল সম্পদ নষ্ট হয়। আগুনে পুড়ে মৃত্যু বা দগ্ধ হওয়াও কম নয়। একসময় দেশে অগ্নিদগ্ধদের সুচিকিৎসার কোনো সুযোগ ছিল না। আশার কথা, গত এক যুগে অগ্নিদগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে দেশ বেশ এগিয়ে গেছে। এ বিষয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে সরকার যে সচেতন তা ফুটে উঠেছে সরকারপ্রধানের বক্তব্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা উপজেলা পর্যন্ত নিয়ে যেতে চায়। যেন মানুষ দ্রুত প্রাথমিক চিকিৎসা ও সেবা পায়। সোমবার সোসাইটি অব প্লাস্টিক সার্জন্স অব বাংলাদেশের ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তব্যে বলেন, সরকার বিভাগীয় পর্যায়ে আলাদা সম্পূর্ণ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। চিকিৎসা বিশ্ববিদ্যালয়গুলোয় ও ফরিদপুরে ১০০ বেডের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করা হয়েছে। প্রতি বড় জেলা শহরে অগ্নিদগ্ধদের চিকিৎসাব্যবস্থা রাখার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, আগুনে পোড়ার সঙ্গে সঙ্গে কী করণীয় সে বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করতে এ বিষয়ে প্রচারণা দরকার। আগুনে পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা বিষয়ে একেবারে শৈশব থেকে শিক্ষা দেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দাহ্য পদার্থ সংরক্ষণ বা ব্যবহার এবং এর নিরাপত্তামূলক ব্যবস্থা কীভাবে নিতে হবে; কোনো দুর্ঘটনা ঘটলে বা অগ্নিদগ্ধ হলে তৎক্ষণাৎ কী করণীয়, প্রাথমিকভাবে কী করলে পরে পোড়া জায়গাটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে না- এ বিষয় সাধারণ মানুষকে এবং স্কুল থেকে শিক্ষাটা দেওয়া উচিত। গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং রান্নাঘরে কীভাবে সেটি ব্যবহার করতে হবে সে বিষয়ে সবাইকে জানা ও সতর্ক থাকার ওপরও গুরুত্বরোপ করেন প্রধানমন্ত্রী। আমরা আশা করব প্লাস্টিক সার্জনদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনাগুলো পালিত হলে অগ্নিদগ্ধ হওয়ার ঝুঁকি যেমন কমবে তেমন দগ্ধ হলে ক্ষতি কমিয়ে আনার সক্ষমতাও অর্জিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর