শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ডায়রিয়ার থাবা

বিশুদ্ধ পানি নিশ্চিত করুন

মাঝ বসন্তেই রাজধানীসহ দেশজুড়ে দাবদাহ থাবা বিস্তার করছে। এ বছর ডায়রিয়া ও কলেরা থাবা বিস্তার করছে দাবদাহ উপলক্ষ করে। তেষ্টা মেটাতে মানুষ ঘরের বাইরে যে পানি ও শরবত পান করছে তা বিপদের কারণ হয়ে দেখা দেয়। প্রতি বছরই শুষ্ক মৌসুমে ডায়রিয়ার প্রকোপ অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসকদের মতে এবার গ্রীষ্মের এক মাস আগেই রোগী আসতে শুরু করেছে। এবারের রোগীদের মধ্যে সিভিয়ার ডায়রিয়া ও কলেরা আক্রান্তের দেখা মিলছে। কলেরায় আক্রান্তের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি, যা মোট আক্রান্তের ২৩ শতাংশ। বিশেষজ্ঞদের মতে যত দিন পানি, স্যানিটেশন ব্যবস্থা পর্যাপ্ত না হবে তত দিন কলেরা -ঝুঁকিতে থাকবে দেশ। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া থাবা বিস্তার করছে। কলেরার ঝুঁকিও একই কারণে ঘাড়ের ওপর বিষ নিঃশ্বাস ফেলছে। রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন ১ হাজার ২০০-এর বেশি রোগী ভর্তি হচ্ছে। ২৮ মার্চ এ সংখ্যা ছিল ১ হাজার ৩৩৪। হাসপাতালটির চিকিৎসকদের মতে এ বছর তাঁরা রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন। বুধবার পর্যন্ত ১১ দিনে ১৩ হাজার ৭৫০ জন ভর্তি হয়েছেন এ হাসপাতালে। অন্যান্য হাসপাতালেও বাড়ছে ডায়রিয়া রোগী। বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে আক্রান্তরা কলেরায় আক্রান্ত হলে তাদের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। আর এ আক্রান্ত হওয়ার জন্য প্রধানত দায়ী করা হয় দূষিত বা অনিরাপদ পানিকে। ডায়রিয়ার থাবা থামাতে হলে বিশুদ্ধ পানি নিশ্চিত করা জরুরি। রাস্তার কিংবা হোটেলের খাবার ও পানি এড়িয়ে চলতে হবে। ওয়াসার পানি ফুটিয়ে পান করাও নিরাপদ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর