শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সমস্যার নগরী ঢাকা

কর্তাব্যক্তিদের কুম্ভকর্ণের ঘুম ভাঙুক

ঢাকা এখন সমস্যার নগরী। দুনিয়ার সবচেয়ে সমস্যাক্রান্ত নগরগুলোর একটি ঢাকা। মুড়ির টিনের মতো ঠাসাঠাসি করে মানুষ বাস করে তথাকথিত এ মেগা সিটিতে। স্বল্প আয়তনের ঢাকা মহানগরীতে দেড় কোটির বেশি মানুষের বসবাস। দুনিয়ায় এ রকম আয়তনের বহু শহরে এক-দেড় লাখ মানুষেরও বসবাস রয়েছে। রাজধানী ঢাকা স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের জন্য ক্রমেই অনুপযোগী হয়ে উঠছে। শব্দদূষণ, বায়ুদূষণ, বিশুদ্ধ পানির সংকট, ভয়াবহ যানজট, মশার উৎপাত নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলার অবনতিতে অনিরাপদ হয়ে উঠছে জীবন। অপরিকল্পিত নগরায়ণ, গণপরিবহন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দুর্বিষহ হয়ে উঠেছে নগরজীবন। দু-এক দিন পরপরই বিশ্বের দূষিত নগরীর তালিকায় পয়লা নম্বরে উঠে আসছে ঢাকা। অধিকাংশ সময়ই ঢাকার বাতাসে দূষণের মূল উপাদান পিএম ২.৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিরাপদ সীমার চেয়ে অন্তত ১৫ গুণ বেশি থাকছে। শীতকালে তা বেড়ে যাচ্ছে ৩৪ গুণ পর্যন্ত। ঢাকায় ভয়াবহ রূপ নিয়েছে পানিবাহিত রোগ। এর জন্য দায়ী করা হচ্ছে ওয়াসার সরবরাহকৃত পানি। রাজধানীর অনেক এলাকায় ওয়াসার লাইনে সবুজাভ, হলুদ ও বাদামি রঙের দুর্গন্ধযুক্ত পানি আসার অভিযোগ করছেন বাসিন্দারা। বছরের পর বছর ধরে রাজধানীর অন্যতম সমস্যা যানজট। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ঢাকায় গড়ে প্রতি ঘণ্টায় গাড়ির গতিবেগ ১০ বছর আগে ছিল ২১ কিলোমিটার। এখন তা নেমেছে ৭ কিলোমিটারে, যা হাঁটার গতির চেয়ে কিছুটা বেশি। এভাবে চললে ২০৩৫ সাল নাগাদ গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটারে নেমে আসবে। ‘দ্য ফিউচার প্ল্যানিং অব আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা’ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, যানজটের কারণে ঢাকায় দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টার অপচয় ঘটছে। এর আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। রাজধানীকে মানুষের বসবাস উপযোগী করতে হলে কর্তৃপক্ষকে কুম্ভকর্ণের ঘুম থেকে জাগতে হবে। রাজধানীর সমস্যা সমাধানে বাড়াতে হবে গণপ্রতিনিধিদের দায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর