বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গ্যাস রেশনিং

সংকট উত্তরণের উদ্যোগ নিন

দেশের শিল্পকারখানায় ২৬ এপ্রিল পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রমজানে গৃহস্থালি পর্যায়ে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, অব্যাহত উন্নয়নের ফলে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সুষম উন্নয়নের জন্য সম্মিলিতভাবে এ চাহিদা মোকাবিলা এখন সময়ের দাবি। রমজানের এ সময় বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ে। তাই ২৬ এপ্রিল পর্যন্ত ১৫ দিন সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তাতে ব্যবসায়ী নেতারাও তাঁদের মতামত তুলে ধরেন। আলোচনা শেষে ২৬ এপ্রিল পর্যন্ত ১৫ দিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে ব্যবসায়ী নেতারা সম্মত হন। প্রতিমন্ত্রী সাময়িক এ অসুবিধার জন্য ব্যবসায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেন। দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থেই শিল্পকারখানায় নিরবচ্ছিন্নভাবে ইন্ধনশক্তির জোগান দেওয়ার বিষয়টি খুবই গুরুত্ববহ ও প্রাসঙ্গিক। তবে একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, অন্যদিকে একই সময়ে মাহে রমজান হাজির হওয়ায় দেশজুড়ে পিকআওয়ারে গ্যাস সরবরাহে সংকট ঘটছে। এ সংকট নিরসনে প্রতিদিন শিল্পকারখানায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিরত থাকার সিদ্ধান্ত শিল্প উৎপাদনে বিঘ্ন ঘটালেও রোজদারদের ভোগান্তি অবসানে অবদান রাখবে। আমরা আশা করব ১৫ দিনের আগেই যাতে শিল্পকারখানায় গ্যাস রেশনিং প্রত্যাহার করা যায় সে বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় সক্রিয় হবে। দেশি গ্যাস উৎপাদন ক্ষেত্রগুলোর উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে তরল গ্যাস আমদানি করে ভবিষ্যতের চাহিদা পূরণের প্রয়াস চালানো হবে এমনটিও প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর