আগস্ট ২০১৭। ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৭-এর বহির্দেশীয় শিক্ষা সফর চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কুয়েতের পর আমাদের গন্তব্য শ্রীলঙ্কা। আশ্চর্যের বিষয় হলো, চোখ ধাঁধানো উন্নত দুটি দেশ সফরের পর দক্ষিণ এশিয়ার এ দেশটিও আমাদের রীতিমতো মুগ্ধ করেছিল। উপকূলে নারকেল গাছের সাজানো উদ্যান-রাজি, সবুজাভ ঘাসের গালিচাময় প্রান্তর, সুনীল আকাশের রোদে পাখিদের…