শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মামলার দ্রুত নিষ্পত্তি

আইনজীবীদের সহযোগিতা নিশ্চিত করুন

বিলম্বিত বিচার বিচারহীনতারই নামান্তর। জাতিকে এ গ্লানি থেকে রক্ষায় প্রধান বিচারপতি মামলাজটের গ্রন্থিমোচনের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের ফল হিসেবে এক দিনে প্রায় দেড় হাজার মামলা নিষ্পত্তি করেছে হাই কোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জামিনসংক্রান্ত ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করে আদেশ দেন। মামলাগুলোর ক্ষেত্রে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ নেই এমন ক্ষেত্রে রুল যথাযথ বলে ঘোষণা করেছে আদালত। এ ছাড়া যেসব আসামির জামিন বাতিল হয়েছে তাদের রুল খারিজ করে রায় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিনসংক্রান্ত ১ হাজার ৪৯৮টি রুল করোনাসহ নানা কারণে দীর্ঘদিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। এ পরিপ্রেক্ষিতে হাই কোর্ট বেঞ্চটি মামলা নিষ্পত্তির অনন্য নজির স্থাপন করেছে। জট কমানো এবং যথাসময়ে মামলা নিষ্পত্তির উদ্যোগ অবশ্যই একটি আশা জাগানিয়া ঘটনা। তবে অতীতের অভিজ্ঞতায় বলতে হয়, মামলাজট কমাতে হলে সর্বোচ্চ আদালতের সার্বক্ষণিক তীক্ষèদৃষ্টির বিকল্প নেই। মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারক, আইনজীবীসহ আদালতসংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য। অভিযোগ রয়েছে, আইনজীবীদের অনেকে নিজেদের স্বার্থে নানা অজুহাত তুলে শুনানির তারিখ পিছিয়ে বিচার বিলম্বিত করেন। মামলাজট কমাতে হলে এ প্রবণতা রোধের উদ্যোগ নিতে হবে। মামলার সাক্ষীদের যথাসময়ে হাজির নিশ্চিত করতে হবে। বাদী ও বিবাদী উভয় পক্ষকে ডেকে মীমাংসাযোগ্য মামলাগুলো নিষ্পত্তি করা যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর