সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পানি ব্যবস্থাপনা

অস্তিত্বের স্বার্থেই যত্নবান হতে হবে

পানির অপর নাম জীবন, মানুষের জীবনধারণের অপরিহার্য উপাদানও এটি। পানির সঙ্গে যেহেতু জড়িত বাঁচা-মরার সম্পর্ক, সেহেতু পানির জন্য সংঘাতের ঘটনা দানা বেঁধে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ঐতিহাসিক প্রামাণ্য তথ্যানুযায়ী, দুনিয়ায় প্রথম যুদ্ধের ঘটনা ঘটে দাজলা-ফোরাতের তীরবর্তী উজান-ভাটির দুটি ক্ষুদ্র দেশের মধ্যে। এ একবিংশ শতাব্দীতেও পানি নিয়ে বিরোধ রয়েছে দুনিয়াজুড়ে। পৃথিবীর কোটি কোটি মানুষ বিশুদ্ধ পানির অভাবে প্রতিনিয়ত ভুগছে। নদ-নদী খাল-বিলের দেশ বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল ও উপকূলীয় এলাকায় পানযোগ্য পানি এখন দুষ্প্রাপ্য বিষয়। এ প্রেক্ষাপটে সঠিক পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। জাপানের কুমামোটো শহরে ‘টেকসই উন্নয়নের জন্য পানি-সর্বোত্তম ব্যবহার এবং পরবর্তী প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পানি সম্মেলনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমাদের যুবকদের অবশ্যই ক্ষমতায়িত করতে হবে, যাতে তারা দক্ষ ও টেকসই অন্তর্ভুক্তিমূলক পানি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতে পারে। তাঁর সরকার পানি ব্যবস্থাপনার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমগ্র সমাজের দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। দেশের ৮৫ শতাংশের বেশি মানুষের নিরাপদ পানীয়জল এবং উন্নত স্যানিটেশন সুবিধা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে উন্মুক্ত স্থানে মলত্যাগের অবসান ঘটিয়েছে। পানিবাহিত রোগের বিরুদ্ধে চলছে অব্যাহত প্রচেষ্টা। সরকার পানির ওপর জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব সম্পর্কে সচেতন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ উপকূলীয় এলাকায় ক্রমবর্ধমান লবণাক্ততা অনুপ্রবেশ ও দেশের কিছু অংশে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেতে দেখা যাচ্ছে। সে কারণে সরকার বৃষ্টির পানি সংগ্রহসহ প্রাকৃতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। কুমামোটো শহরে অনুষ্ঠিত পানি সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। অস্তিত্বের স্বার্থেই পানি ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন এখন সময়ের দাবি। এ বিষয়ে পারস্পরিক সহযোগিতারও বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর