বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মানব পাচার থামছে না

পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হোন

একের পর এক নৌযান ডুবিতে প্রাণহানি, পণবন্দি হিসেবে আটকে রেখে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়সহ নানা বিপত্তি সত্ত্বেও লিবিয়া হয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার অপ-অভিযানের ইতি ঘটছে না। সর্বশেষ লিবিয়ার পুলিশ ভূমধ্যসাগর উপকূল থেকে ৫ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে। দুই দিনের এক ঝটিকা অভিযানে ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতির সময় ২৩ এপ্রিল ত্রিপোলির পূর্ব উপকূল থেকে বাংলাদেশিদের আটক করা হয়। প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ বাংলাদেশের রাষ্ট্রদূতকে ৫০০ বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে এক দিনে ৬ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তারপর এক দিনে এত বাংলাদেশিকে আটকের ঘটনা এটাই প্রথম। ২০২০ সালে দালালদের এক বন্দিশালায় ২৬ জন অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার পর এ পথে অবৈধ অভিবাসীদের যাতায়াতে কিছুটা ভাটা পড়ে। করোনাভাইরাস মহামারির দুই বছরে তা অনেকটাই বন্ধ ছিল। লিবিয়া কোস্টগার্ডের বরাতে সে দেশের সংবাদমাধ্যম খবর দিয়েছে, একসময় ত্রিপোলির পশ্চিম উপকূল ব্যবহার করে অবৈধ অভিবাসীরা সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করত। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় চার বছরের বেশি সময় বাংলাদেশিদের ভ্রমণ নিষিদ্ধ ছিল। এ বছরের শুরুতে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এখন কাজের ভিসা নিয়ে অনেকেই আবার লিবিয়ায় যাচ্ছেন। কিন্তু লিবিয়া যাওয়ার পর অনেকেই সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করায় একের পর এক বিপত্তি ঘটছে। অভিবাসনপ্রত্যাশীর সিংহভাগ বাংলাদেশি হওয়ায় বিদেশে দেশের ভাবমূর্তি সংকটে পড়ছে। এ সংকট উত্তরণে মানব পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আঘাত হানা দরকার। লিবিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরত আনার পাশাপাশি যারা তাদের লিবিয়ায় যেতে উদ্বুদ্ধ করেছে তাদের পাকড়াওয়ের উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর