শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা

মোটরসাইকেল চালকদের সামাল দিন

ঈদের আনন্দ এ বছর অনেকটাই বিসংবাদ করে তুলেছে বিপুলসংখ্যক সড়ক দুর্ঘটনা। ঈদের পরদিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ২১ জন। এর মধ্যে কিশোর তরুণ মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া মাতামাতিতে ঝরে পড়েছে অন্তত ১০টি প্রাণ। মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যাও করেছে এক কিশোর। প্রতি বছরই ঈদের আনন্দ নিরানন্দ হয়ে ওঠে বিপুলসংখ্যক মানুষের কাছে সড়ক দুর্ঘটনার কারণে। এ বছর ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। বেপরোয়া মোটরসাইকেল চালকদের শব্দদূষণের অত্যাচারে অতিষ্ঠ হয়েছে সারা দেশের হাজারো মানুষ। উত্ত্যক্ত হয়েছে বিপুলসংখ্যক কিশোরী-তরুণী। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে শূন্য হয়ে গেছে দুই ডজনের বেশি বাবা-মায়ের স্বপ্ন। মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সিংহভাগই কিশোর বা তরুণ। বানরের গলায় মুক্তার মালা দিলে যা হয় একশ্রেণির বখাটে মোটরসাইকেলের নাগাল পেয়ে সে কাজটিই করেছে। ঈদের পরদিন সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু এক বেদনাদায়ক ঘটনা। এর মধ্যে রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়ালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন বিকালে পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হন। সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মোল্লাকান্দি বটতলা নামক স্থানে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। যশোরের চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদদুইনপুর সীমানায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক ও আরোহী শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮) নামে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। ঈদের সময় সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি এ বিষয়ে সচেতন হওয়ার তাগিদ সৃষ্টি করেছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের লাগাম পরানোর বিষয়ে কর্তৃপক্ষকে সচেতন হতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর