শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্ব উষ্ণায়ন

মানুষের সচেতনতা বাড়াতে হবে

বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর ক্ষেত্রে একটি অতি সাধারণ জলবায়ু পরিবর্তনের ঘটনা। এ বিশ্ব উষ্ণায়নের চক্র একটি নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীতে আবির্ভূত হয়। সে সময় পৃথিবীর উষ্ণতা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আবার সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু ও স্বাভাবিক পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর বায়ুমন্ডলীয় পরিস্থিতি নিজ থেকেই বদলে যায়। সম্প্রতি পৃথিবীর ওপর মানুষের যথেচ্ছাচারের ফলে সমগ্র পৃথিবীর জল, স্থল

ও সামগ্রিক বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। গত চার দশকের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিশ্বব্যাংক একটি গবেষণা প্রতিবেদনে বলেছে, ১৯৭৬ সালের তুলনায় ২০১৯ সালে বাংলাদেশ আরও উত্তপ্ত হয়েছে। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী অতিরিক্ত গরমে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব ফেলেছে। গ্রীষ্মের উত্তাপজনিত প্রাণহানির এক-তৃতীয়াংশের বেশি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটে। বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়লে প্রাণহানি আরও বেশি ঘটতে পারে। তাপমাত্রা, খরা, দাবানল এবং অন্য চরম ঘটনাগুলো উষ্ণায়নের ফলে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। গবেষকরা বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ১ লাখের বেশি মানুষের তাপজনিত মৃত্যু ঘটবে। ঢাকায় গড় মাসিক সর্বোচ্চ তাপমাত্রা মার্চ থেকে অক্টোবরের মধ্যে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে। অন্যদিকে এপ্রিল থেকে জুনের গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার ওপরে পৌঁছে গেছে। গ্রীষ্মকাল আরও উত্তপ্ত ও দীর্ঘ হচ্ছে। আমাদের ধারণা, কেবল বাংলাদেশের একার সমস্যা নয়, সারা বিশ্বেই তাপমাত্রা বাড়ছে। বিশ্ব উষ্ণায়নবিষয়ক বৈজ্ঞানিক সংস্থা আইপিসিসি বলছে, বিশ্বের সমপরিমাণ বাংলাদেশের গড় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়ে যাওয়ার পথে ঘন ঘন দাবদাহ সৃষ্টির ফলে বয়স্ক মানুষের ওপরে তার প্রভাব পড়ে। মানুষের উচ্চ রক্তচাপ, হৃদরোগ জাতীয় রোগের প্রকোপ বেড়েছে। বাড়ছে বিষণœতা। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। মানবসৃষ্ট দুর্যোগ থেকে সবাইকে সচেতন থাকতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর