সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

হজ কার্যক্রম

সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হোক

করোনার কারণে গত দুই বছর বহির্বিশ্ব থেকে হজ পালনের সুযোগ মেলেনি। হজব্রত পালিত হয়েছে সৌদি আরবে অবস্থানরত সীমিত সংখ্যক বিদেশি ও সৌদি হাজিদের নিয়ে। এ বছর স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক সংখ্যক হাজি হজব্রত পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে চলতি বছর ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ সম্ভবত অনুষ্ঠিত হবে ৯ জুলাই। আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। এ বছর হজযাত্রী পরিবহনে আসা-যাওয়ার বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মোট হজযাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বাকি ৫০ শতাংশ পরিবহন করবে সৌদি এয়ারলাইনস সৌদিয়া। সৌদি সরকারের দেওয়া শর্ত অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সী কেউ এবার হজে যেতে পারবেন না। তবে বয়সের সীমা পেরোনো নিবন্ধিত ব্যক্তির পরিবারের অন্য সদস্য তার পরিবর্তে হজে যেতে পারবেন। এমন শূন্যকোটায় হজে যেতে হলে প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আগামী ১০ মে মঙ্গলবারের মধ্যে আবেদন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। অথচ ধর্ম মন্ত্রণালয় এখনো ঘোষণা করতে পারেনি এবারের হজ প্যাকেজ। প্যাকেজের মূল্য নির্ধারণ না করায় হজ-সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পারছে না এজেন্সিগুলো। এ বছর হজের কার্যক্রম শুরু হয়েছে দেরিতে। অন্য বছর ছয় সাত মাস আগে শুরু করা হলেও এ বছর সময় মিলছে মাত্র এক মাস। একদিকে সময় কম অন্যদিকে হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ে যারা যুক্ত তাদের সিংহভাগই নতুন কর্মকর্তা হওয়ায় তারা কতটা দক্ষতার পরিচয় দেবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ সংশয় কাটাতে অভিজ্ঞ লোকদের হজ মন্ত্রণালয়ে যুক্ত করার উদ্যোগ যেমন নিতে হবে, তেমন সবকিছু দ্রুত সম্পন্ন করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। হজের সঙ্গে ধর্মীয় স্পর্শকাতরতা জড়িত থাকায় কোথাও যাতে কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে নজর রাখা জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর