শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

আগ্নেয়াস্ত্রের ঝংকার

প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের মানবাধিকার

দুনিয়ার সবচেয়ে সভ্য ও সমৃদ্ধ দেশের দাবিদার যুক্তরাষ্ট্রের টেক্সাসে মঙ্গলবার এক বন্দুকধারী স্কুলে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২১ জনকে হত্যা করেছে। যার ১৮ জনই শিশু। এ হত্যাকান্ডে জড়িত ১৮ বছর বয়সী সদ্যযুবকের নাম সালভাদর রামোস। টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার পশ্চিমে হামলার শিকার স্কুলটির ৫০০ শিক্ষার্থীর বেশির ভাগই হিসপানিক ভাষাগোষ্ঠীর। এখানে যেসব শিক্ষার্থীকে পড়ানো হয় তাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। তদন্তকারীদের ভাষ্য, হামলার সময় হামলাকারী রামোস ‘বডি আর্মার’ পরে ছিল। সে গাড়ি নিয়ে স্কুলে ঢোকে। তার হাতে ছিল একটি হ্যান্ডগান ও একটি এআর-ফিফটিন সেমি অটোমেটিক রাইফেল। নিজের দাদির ওপর গুলি চালিয়ে সে নির্বিচার হত্যাকান্ডের সূচনা করে। তারপর বেপরোয়া গুলিতে হত্যা করে আরও ২০ জনকে। হামলাকারী সালভাদর রামোস একজন কলেজ শিক্ষার্থী। সে ওয়েনডিস ফাস্টফুড চেইনের একটি শাখায় কাজও করত। ওই শাখার সান্ধ্যকালীন ব্যবস্থাপক অ্যাদ্রিয়ান মেনদেজ জানিয়েছেন, রামোস মূলত কাজ করত দিনের পালায়, বেশির ভাগ সময় তাকে আত্মমগ্ন থাকতে দেখা যেত। ঘাতকের এক সহপাঠী জানিয়েছে, নিজের পোশাক ও পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য রামোস অন্যদের কটূক্তির শিকার হতো। একপর্যায়ে ক্লাসে তার উপস্থিতি কমে যায়। পরে স্কুল থেকেই ছিটকে পড়ে। মনে করা হচ্ছে, হতাশা থেকেই সে আত্মঘাতী পথে পা বাড়ায়। যুক্তরাষ্ট্রে লাইসেন্স ছাড়াই নাগরিকরা আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ পায়। গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রে গুলিতে অন্তত ৮০০ জন নিহত হয়েছেন। ২৪ মে দেশজুড়ে ৩৩টি ঘটনায় নিহতের সংখ্যা ২৮ আর আহত ৩১। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার মানবাধিকারের জন্য ভয়াবহ সংকট সৃষ্টি করলেও অস্ত্র উৎপাদনকারীদের কাছে সে দেশের রাজনীতি জিম্মি হয়ে পড়ায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার পরও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অবাধ স্বাধীনতার পক্ষে। মানুষের নিরাপত্তা বিঘিœত করেও আগ্নেয়াস্ত্র রাখার অধিকার দেশটির সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর