শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

সাকিবেই আস্থা

টেস্ট দলের অধিনায়ককে অভিনন্দন

ক্রিকেটের তিন ঘরানার মধ্যে বাংলাদেশ ওয়ানডেতে মোটামুটি মানানসই। টি-টোয়েন্টিতেও দ্রুত এগোচ্ছে সামনের দিকে। তবে টেস্টের ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে। অথচ ক্রিকেটের অভিজাত ঘরানা হলো টেস্ট। যার সঙ্গে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির কোনো তুলনাই চলে না। দেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ১৭টি টেস্টে নেতৃত্ব দেওয়ার পর নিজের ধারাবাহিক বাজে ব্যাটিংয়ের খেসারত হিসেবে অধিনায়কত্ব ত্যাগ করেছেন। আর সঙ্গে সঙ্গে নতুন অধিনায়ক হিসেবে সবার পছন্দের তালিকায় আলোচিত হতে থাকে দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সভাপতিরও প্রথম পছন্দ এই কৃতী ক্রিকেটার। তবে সাকিব সম্পর্কে আস্থার সংকটও ছিল বিসিবি নেতৃত্বের মধ্যে। সে কারণে সাকিব আল হাসানের কাছে শুধু একটি কমিটমেন্ট চেয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশসেরা ক্রিকেটার যেন বিশ্রাম কিংবা বিরতি না নিয়ে নিয়মিত টেস্ট খেলেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আশ্বস্ত করেছেন বিসিবি সভাপতিকে। কমিটমেন্ট পাওয়ার পর বিসিবি সভাপতি দ্বিতীয়বার ভাবেননি। তালিকায় তামিম ইকবাল ও লিটন দাসের নাম থাকার পরও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে বেছে নিয়েছেন তিনি, ‘বোর্ডের তালিকায় তিনজন ক্রিকেটারের নাম এসেছিল। তার মধ্যে অধিনায়ক হিসেবে সাকিবকে এবং সহ-অধিনায়ক হিসেবে লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ সাকিব এবার নিয়ে তৃতীয়বার টেস্ট অধিনায়ক হলেন। আশ্চর্য হলেও সত্য, সাকিব আগের দুবার তাঁর অধিনায়কত্ব শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবারও তাঁর দায়িত্ব শুরু হচ্ছে ক্যারিবীয়দের বিপক্ষে। টেস্টে সাকিবের নেতৃত্বে ক্রিকেটের এ অভিজাত ঘরানায় বাংলাদেশ দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে বলে বিসিবির বিশ্বাস। এ বিশ্বাসের সঙ্গে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদেরও ঐকমত্য। সাকিব অধিনায়ক হিসেবে কতটা সফল এ প্রশ্নের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো, তিনি মাঠে থাকলেই আশ্বস্ত থাকেন ক্রিকেটপ্রেমীরা। তিনি নিজে যেমন খেলেন তেমন অন্যদেরও উদ্বুদ্ধ করেন খেলতে। অভিনন্দন টেস্ট দলের নতুন অধিনায়ককে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর