মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

আসুন গাছ লাগাই

আফতাব চৌধুরী

গাছ মানুষের পরম বন্ধু। কেবল পরিবেশ সংরক্ষণই নয়, পরিবেশগত ভারসাম্য ও জীবন বাঁচিয়ে রাখার জন্য গাছ লাগানোর তাৎপর্য অনস্বীকার্য। বর্তমান সমাজজীবনে এবং বিশ্বে পরিবেশগত ভারসাম্যের জন্য গাছ লাগানো জরুরি হয়ে দেখা দিয়েছে। এর মূলে যে কারণ তা আমাদের জানা খুবই দরকার। গাছ না থাকলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। তাই গাছ মানুষের পরম উপকারী বন্ধু। সে আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যের যেমন উপকার করে তেমনি তার সৌন্দর্যে হৃদয়মন ভরে ওঠে। গাছপালা দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বাতাসে জলীয় বাষ্প ধারণক্ষমতা বাড়িয়ে আবহাওয়াকে শীতল করে ও প্রচুর বৃষ্টিপাতে সাহায্য করে। উদ্ভিদাদি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে অধিক উৎপাদনে সাহায্য করে। অঞ্চলবিশেষ গাছপালা সেখানকার আদি প্রবাহকে অনেকখানি নিয়ন্ত্রণ করে, ভূমিকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। গাছপালা মূল ভূভাগ ও নতুন সৃষ্ট চরাঞ্চলকে নদীর ভাঙন, বৃষ্টিপাত ও পানি স্ফীতির হাত থেকে রক্ষা করে। এতে মাটির স্থিতিশীলতা বজায় থাকে। অঞ্চলবিশেষের পানি সংরক্ষণ, বৃষ্টি নিয়ন্ত্রণ ও বিতরণ সেখানকার গাছপালা বহুলাংশে নিয়ন্ত্রণ করে। বৃক্ষাদি ঝড়-ঝঞ্ঝা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ঘরবাড়ি রক্ষা করে। কিন্তু পরিতাপের বিষয়, গাছের এতসব উপকারী দিক থাকা সত্ত্বেও সচেতনতার অভাবে আমাদের দেশের মানুষ নির্দ্বিধায় গাছপালা কেটে রান্নাবান্নার কাজে ব্যবহার করছে, ইটভাটাসহ শিল্পকারখানা, আবার কখনো চাষাবাদের জন্য গাছপালা কেটে সম্পূর্ণ বনকেই নিঃশেষিত করে ফেলছে। এভাবে নির্বিচারে গাছ কাটার ফলে শুধু বাংলাদেশে নয়, বিশ্ব পরিবেশে দেখা দিয়েছে গ্রিনহাউস প্রতিক্রিয়া। বিশ্ব পরিবেশ আজ বিপর্যস্ত ও হুমকির সম্মুখীন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর