শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

ইলিশ উৎপাদন

দেশবাসীর রসনা পূরণে অবদান রাখছে

মাছের রাজা ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপগুলো উৎপাদন বৃদ্ধিতে যে কার্যকর ভূমিকা রাখছে তা এক মহাসত্যি। সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে আছে- প্রজননের সময় নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ। জাটকা ধরা ও বিক্রি নিষিদ্ধের বিষয়টিও ফলপ্রসূ ভূমিকা রেখেছে। অবৈধ জাল দিয়ে ইলিশ ধরার বিরুদ্ধেও চলছে সর্বাত্মক অভিযান। এ অভিযানে নৌপুলিশ ড্রোনও ব্যবহার করছে। এর ফলে নৌপুলিশ তাদের দৃষ্টিসীমার বাইরেও নজরদারির সুযোগ পাচ্ছে। অবৈধ জাল ব্যবহারকারীদের পাকড়াওয়ের পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনেও তারা ড্রোনের সহায়তা নিচ্ছে। নৌপুলিশের সদস্যরা গত ১০ বছরে ৮ হাজার কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে। অভিযানের ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। বাজারে এখন প্রতিনিয়ত ইলিশ পাওয়া যায়। নদীতে দিনরাত ২৪ ঘণ্টা টহলের পাশাপাশি চালানো হয় মাছ ও নদী রক্ষার নানা প্রচার। নৌপুলিশের অভিযানের পরিপ্রেক্ষিতে ইলিশ উৎপাদনে ইতিবাচক উন্নতি ঘটেছে। ২০১৩-১৪ অর্থবছরে ইলিশ উৎপাদিত হয়েছে ৩ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন, ২০১৪-১৫ অর্থবছরে ৩ দশমিক ৮৭ লাখ মেট্রিক টন, ২০১৫-১৬ অর্থবছরে ৩ দশমিক ৯৫ লাখ মেট্রিক টন, ২০১৬-১৭ অর্থবছরে ৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থবছরে ৫ দশমিক ১৭ মেট্রিক টন, ২০১৮-১৯ অর্থবছরে ৫ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন, ২০২০-২১ অর্থবছরে যা দাঁড়ায় ৫ দশমিক ৬৫ লাখ মেট্রিক টনে। অর্থাৎ পর্যায়ক্রমে ইলিশের উৎপাদন বেড়েই চলেছে। ইলিশ দেশের মানুষের আমিষ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করে। এ মাছ রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ইলিশ উৎপাদনকারী দেশ। দেশে-বিদেশে ইলিশের চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। ইলিশ উৎপাদন বাড়ানো গেলে তাতে সাধারণ মানুষের রসনা যেমন পূরণ হবে, তেমন জেলেদের জীবনমানেও পরিবর্তন আসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর