শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

লাফিয়ে বাড়ছে করোনা

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশসহ বিভিন্ন দেশে আবারও ঊর্ধ্বমুখী। ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ নতুন করে এ ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আড়াই মাস বাংলাদেশে সংক্রমণ নিম্নমুখী থাকার পর বর্তমানে ক্রমাগত বাড়ছে। বলা যায়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাঁচ দিনের ব্যবধানে ৩০০-এর ঘরে পৌঁছেছে আক্রান্ত। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। আক্রান্তের হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১২ জুন করোনাভাইরাসে সংক্রমিতের মধ্যে শনাক্ত হয়েছিলেন ১০৯ জন, পরদিন ১২৮ জন, ১৪ জুন ১৬৩ জন, ১৫ জুন ২৩২ জন। টানা পাঁচ দিন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সংক্রমণ বাড়লেও বৃহস্পতিবার আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে টানা ১৬ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য দিন কেটেছে। যুক্তরাষ্ট্রে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন কভিড-১৯ মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘সম্মুখসারির যোদ্ধা’ হিসেবে পরিচিত শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি। বুধবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। মারা গেছেন ৩০৫ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ১৮০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন। আক্রান্ত ডা. অ্যান্থনি ফাউচির শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে বলে জানানো হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, তার পরও তিনি বাসায় থেকেই কাজ করছেন। ভারতেও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। বাংলাদেশে যে হারে করোনা সংক্রমণের হার বাড়ছে তা উদ্বেগজনক। দুই সপ্তাহের বেশি সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যু না হলেও সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বস্তিতে থাকার সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ এ ভাইরাস পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে। তবে একে অবহেলা না করে সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা এখনো টিকা নেননি তাদের দ্রুত টিকা নিতে হবে। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ক্ষেত্রেই অবহেলা থাকলে তা হবে আত্মঘাতী। মাস্ক ব্যবহারেও সবাইকে যত্নবান হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর