শিরোনাম
শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা

বসবাসের অযোগ্যতা

এ লজ্জা থেকে মুক্ত হোক ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাঙালি জাতির শিরস্ত্রাণে যখন সোনালি পালক সংযোজিত হতে যাচ্ছে তখনই প্রকাশিত হলো রাজধানী ঢাকা সম্পর্কে একটি নেতিবাচক খবর। বিশ্বের বাসযোগ্য ১৭২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬তম। অর্থাৎ বাসযোগ্যতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা শহরগুলোর মধ্যে ঢাকার স্থান সপ্তম। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের ২০২২ সালের তালিকায় ঢাকার এ লজ্জাজনক অবস্থানে আশাপ্রদ দিক এতটুকু, গত বছরের চেয়ে ঢাকা তিন ধাপ এগিয়েছে। অর্থাৎ গত বছর ঢাকা যেখানে ছিল চতুর্থ স্থানে সে ক্ষেত্রে সপ্তম স্থানে নিজেদের নিতে পেরেছে। এ বছর ঢাকার স্কোর ১০০-এর মধ্যে ৩৯ দশমিক ২। ২০২১ সালে এ স্কোর ছিল ৩৩ দশমিক ৫০। এবারের বাসযোগ্য শহরের তালিকার একেবারে শেষ অবস্থানে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। তালিকা অনুসারে এটিই এখন বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর। এ ছাড়া তলানির দিক থেকে দ্বিতীয় হয়েছে নাইজেরিয়ার লাগোস। লিবিয়ার ত্রিপোলির অবস্থান তলানির দিক থেকে তৃতীয়। পাকিস্তানের করাচি আছে তলানির পঞ্চম স্থানে। শহরগুলোর স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা, অবকাঠামো এ পাঁচটি বিষয় বিবেচনায় বাসযোগ্যতার তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে এসেছে অস্ট্রিয়ার ভিয়েনার নাম। দ্বিতীয় স্থানে আছে ডেনমার্কের কোপেনহেগেন এবং তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের জুরিখ। তালিকার শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে ইউরোপ ও কানাডার শহরের সংখ্যা বেশি। রুশ হামলার মধ্যে থাকা ইউক্রেনের রাজধানী কিয়েভকে এবার তালিকায় রাখা হয়নি। নগরবিদদের মতে, সদিচ্ছা থাকলে ঢাকাকে হতাশাজনক অবস্থান থেকে বেরিয়ে আনা সম্ভব। এজন্য আইন প্রয়োগে কঠোর হতে হবে। আইনভঙ্গের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আইনের প্রয়োগই যথেষ্ট। নদ-নদী দূষণমুক্ত করার জন্য একই কথা প্রযোজ্য। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে দুই সিটি কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। বন্ধ করতে হবে ফুটপাত অপদখল এবং যেখানে সেখানে পার্কিং। কালো ধোঁয়া ছেড়ে বায়ুদূষণের ইতি ঘটাতে হবে। এজন্য কর্তৃপক্ষের কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে ওঠার বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর