বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

ভয়াল গতিতে করোনা

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

করোনাভাইরাসের থাবা নতুনভাবে ভয়াল গতিতে বাড়ছে। সরকারি হিসাবে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তবে এ ভাইরাস এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এমন আশঙ্কাও জোরদার হয়ে উঠেছে। এ মুহূর্তে শুধু রাজধানীতেই করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এমন লোকের সংখ্যা এক কথায় বিপুল। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরও দুজনের। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিলেন। সেদিন ২ হাজার ১৫০ জনের কভিড শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশ। আগের দিন রবিবার এ হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ। নতুন রোগী নিয়ে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪। তার মধ্যে ২৯ হাজার ১৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৭৯ জন কভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন সেরে উঠলেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২০ থেকে ২৬ জুন দেশে করোনাভাইরাসে ৮ হাজার ৮৪৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে নয়জনের। আগের সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২১২, কারও মৃত্যুর খবর সে সময় আসেনি। করোনাভাইরাসের নতুন ঢেউ ছড়িয়ে পড়ায় আরও ব্যাপক হারে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে। করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৪০ লাখ ফাইজার টিকা অনুদান হিসেবে দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকা ৬৮ মিলিয়নের বেশি । বাংলাদেশ চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের টিকা কিনেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের দেওয়া সব টিকা এসেছে অনুদান হিসেবে। করোনাভাইরাসের টিকা হিসেবেও সেগুলো সর্বোত্তম। বিপদ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর