শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

শাহজালালে থার্ড টার্মিনাল

যাত্রীসেবার মানও বাড়াতে হবে

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ চলছে দ্রুতগতিতে এবং নির্ধারিত সময়ের আগেই তা চালুর আশা করা হচ্ছে। সময়মতো কাজ শেষ না করা যে আমাদের কর্তাব্যক্তিদের ঐতিহ্যের অংশ তা সবারই জানা। দেশের প্রধান বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণের ক্ষেত্রে সে লজ্জাজনক প্রবণতা এড়িয়ে চলার বিষয়টি অতি অবশ্যই সাধুবাদের। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির চোখ রাঙানি, বৃষ্টিবাদল উপেক্ষা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণকাজ এগিয়ে চলেছে। জুন পর্যন্ত চোখ ধাঁধানো এ মেগা প্রকল্পের কাজ শেষ হয়েছে ৪২ শতাংশ। আগামী বছর অক্টোবরে স্থাপত্যশৈলীতে অনন্য এ থার্ড টার্মিনাল উদ্বোধন হবে। থার্ড টার্মিনাল চালু হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বাড়বে। বাস্তবায়নের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ শতাংশ এগিয়ে থাকা এ প্রকল্পের কাজ সময়ের আগেই শেষ হওয়ার আশা করা হচ্ছে। বিমানবন্দর যে কোনো দেশের প্রতিবিম্ব। একজন পর্যটক কোনো দেশে এলে বিমানবন্দর দেখে সে দেশকে প্রাথমিকভাবে মূল্যায়ন করেন। বিমানবন্দর আধুনিক হলে দেশের ভাবমূর্তি উন্নয়ন হয়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। থার্ড টার্মিনাল উদ্বোধন হলে দেশের অগ্রযাত্রায় আরেকটি পালক যোগ হবে। শাহজালালে বর্তমানে যে দুটি টার্মিনাল রয়েছে তার যাত্রীধারণ ক্ষমতা বছরে প্রায় ৭০ লাখ। তৃতীয় টার্মিনাল তৈরি হলে এ সংখ্যা দাঁড়াবে ২ কোটির কাছাকাছি। ৫ লাখ ৪২ হাজার বর্গমিটারের এ টার্মিনালে একসঙ্গে ৩৭টি প্লেন রাখা যাবে। টার্মিনাল ভবন হবে ২ লাখ ৩০ হাজার স্কয়ার মিটারের। এতে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। নির্মাণাধীন টার্মিনালটিতে বেশ কয়েকটি স্ট্রেইট এসকেলেটর লাগানো হবে। বিমানবন্দরের ভিতরে এটি যাত্রীদের শান্ত ও মসৃণ যাত্রার অভিজ্ঞতা দেবে। শাহজালালে থার্ড টার্মিনাল চালু হলে তা হবে গৌরবজনক ঘটনা। শুধু কাঠামোগত উন্নয়নই নয়, যাত্রীসেবায়ও এ বিমানবন্দরের খোলনলচে পাল্টাতে হবে।

 

সর্বশেষ খবর