শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

নদ-নদীতে পানি বাড়ছে

আবারও বৃদ্ধি পাচ্ছে বন্যার শঙ্কা

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে না হতেই ভারী বৃষ্টির কারণে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেট মহানগরে। টানা ছয় ঘণ্টার ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি ফের বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ বেড়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী বুধবার বিকাল ৩টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমা অতিক্রম না করলেও আগের দিন সন্ধ্যার চেয়ে বেশ খানিকটা বেড়েছে। একইভাবে বেড়েছে কানাইঘাট পয়েন্টেও। এ পয়েন্টে বিপৎসীমার দশমিক ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারী বৃষ্টি শুরু হওয়ায় সিলেটের হাওর ও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা শেষ হতে না হতেই আবারও বাড়ছে নদ-নদী আর হাওরের পানি। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে জেলাজুড়ে। বুধবার সুরমার পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ষোলঘর পয়েন্টে সুরমার পানি বিপৎসীমা ছুঁইছুঁই। ভারতের আসাম, মেঘালয় ও হিমালয়ের পাদদেশে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রংপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বাড়ছে। নদী ভাঙনের আশঙ্কায় ভুগছে যমুনা পাড়ের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে পদ্মার পানি। গোমতী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ নদ-নদীর দেশ। বন্যা এ দেশে একটি সাংবার্ষিক ঘটনা। যা মোকাবিলা করেই টিকে থাকে এ দেশের মানুষ। নদ-নদীর গভীরতা কমে যাওয়ায় পানিধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। বন্যা মোকাবিলায় নদীর ধারণক্ষমতা বাড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর