বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
ইতিহাস

ভ্যাটিকান সিটির গুরুত্ব

খ্রিস্টধর্ম প্রবর্তনের আগে থেকেই ভ্যাটিকান সিটি ‘পবিত্র স্থান’ গণ্য হয়ে আসছে। বর্তমানে ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। ভ্রমণপিপাসুদের তীর্থস্থানও এ সিটি। জনসংখ্যার তুলনায় এখানে ট্যুরিস্ট বেশি আসে। জনসংখ্যা যেখানে বর্তমানে ১ হাজারের আশপাশে সেখানে প্রতি বছর ভ্রমণ করতে আসে সাড়ে ৫ মিলিয়ন মানুষ। কারণ ধর্মীয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক দিক থেকে ভ্যাটিকান বেশ সমৃদ্ধিশালী। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবেও কাজ করে। ভ্যাটিকান শহর মধ্যযুগ ও রেনেসাঁর সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীরের ভিতরে আছে উদ্যান, বাহারি দালান ও চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটি হলো সেন্ট পিটারের ব্যাসিলিকা; যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ অবজারভেটরি, লাইব্রেরি ভ্যাটিকান। ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকায় এ রাষ্ট্রগুলো স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিলেন পোপ। ভ্যাটিকান সিটির অফিশিয়াল নিরাপত্তারক্ষীর নাম ‘পটেনশিয়াল সুইস আর্মি’। সদস্য ১৩৫ জন। পোশাকটা ভুতুড়ে হলেও এ বাহিনীতে যোগ দিতে যথেষ্ট নিয়মকানুন মানতে হয়।

সর্বশেষ খবর