শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ওয়ানডে সিরিজ জয়

টাইগারদের অভিনন্দন

বিশ্ব ক্রিকেটের একসময়কার বিস্ময় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডেতে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে ৬ উইকেটে জিতেছিল টাইগাররা। দ্বিতীয়টিতে জয় এসেছে আরও সহজভাবে। টাইগারদের কাছে ৯ উইকেটে হার মেনেছে ক্যারিবীয়রা। বুধবার গায়ানায় অনুষ্ঠিত এ খেলায় বাংলাদেশ জিতেছে ১৭৬ বল হাতে রেখেই। স্বাগতিকরা ব্যাট করতে এসে ১০৮ রানেই গুটিয়ে যায়। খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যায় ক্যারিবীয়দের ব্যাটিং ধসে। ১০৯ রানের টার্গেট মোকাবিলায় ৫০ রানের হার না মানা ইনিংস খেলেছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। তবে তাকে ছাড়িয়ে ক্যারিশমাটিক বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পাশাপাশি আরেকটি সাফল্য পেল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে আবারও শীর্ষে উঠেছে টাইগাররা। বাংলাদেশের জয়ের রাস্তাটা তৈরি করেন স্পিনাররা। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিশাহারা হয়ে যায় উইন্ডিজ ব্যাটসম্যানেরা। ৫০ ওভারের ম্যাচে ৩৫ ওভারেই ইনিংস গুটিয়ে যায় ক্যারিবীয়দের। ১০ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন নাসুম। ২৯ রানে ৪ উইকেট নেন মিরাজ। দুই স্পিনারের সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজের তারকা ব্যাটসম্যানেরা। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতনের রাস্তাটা দেখিয়ে দেন পার্টটাইমার স্পিনার মোসাদ্দেক হোসেন। ক্যারিবীয় ওপেনার কাইল মেয়ার্সকে সাজঘরে পাঠিয়ে দেন ১৭ রানে। এরপর নাসুম ও মিরাজের একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। নিজেদের ব্যাটিংয়ে নেমে তামিম ও লিটনরা শুধু আনুষ্ঠানিকতাই সেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকদের কাছে। কিন্তু ওয়ানডে ঘরানায় বাংলাদেশ যে সত্যিকার অর্থে এখন রয়েল বেঙ্গল টাইগার তা সিরিজ জয়ে প্রমাণিত হলো। তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর