মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

পানিবন্দি হাজার হাজার মানুষ

জোয়ারের পানিতে স্ফীত হচ্ছে উপকূলভাগের নদ-নদী, প্লাবিত হচ্ছে একের পর এক জনপদ; তলিয়ে গেছে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, পটুয়াখালী ও ঝালকাঠির নিম্নাঞ্চল। ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। খুলনার কয়রার দক্ষিণ বেদকাশিতে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রবিবার দুপুরের জোয়ারের পানিতে চরামুখা, দক্ষিণ বেদকাশি, পাতাখালি, ঘড়িলাল ও মধ্যপাড়া গ্রামে রাস্তাঘাট, ফসলি জমি, মাছের ঘের ও ঘরবাড়ি প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এর আগে চরামুখায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধের ভাঙনে

চরামুখা খালের এক পাশের রাস্তা ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। প্রবল জোয়ারে সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীর দুর্গাবাটি সাইক্লোন শেল্টার-সংলগ্ন বেড়িবাঁধটি গত দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারদের সহায়তায় বাঁশ-খুঁটি পুঁতে ও বালির বস্তা দিয়ে রিংবাঁধের মাধ্যমে সংস্কারকাজ করছে। কিন্তু খোলপেটুয়া নদীর তীব্র জোয়ারের কারণে লোকালয়ে পানি প্রবেশ ঠেকানো সম্ভব হয়নি। পিরোজপুরের নদ-নদীতে জোয়ারের পানিতে বিপুল এলাকা প্লাবিত হয়েছে। পিরোজপুর শহরের রাজারহাটে শহররক্ষা বাঁধের ওপর পানি ঢুকে পড়েছে। পূর্ণিমার ‘জো’র প্রভাবে কয়েক দিন ধরে পটুয়াখালীর উপকূলের অর্ধশতাধিক চরসহ নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। কলাপাড়া উপজেলার লালুয়া ও জেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপচর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। একই অবস্থা ঝালকাঠিরও। সুগন্ধা ও বিষখালী নদীসংলগ্ন অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে জিম্মি হয়ে পড়ছে উপকূল এলাকার জনজীবন। যাদের রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে ত্বরিতভাবে।

সর্বশেষ খবর