সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

মাঙ্কিপক্স

সতর্কতার বিকল্প নেই

করোনাভাইরাসের অভিশাপ থেকে পূর্ণাঙ্গভাবে মুক্ত হওয়ার আগেই মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্ববাসীর জন্য উৎকণ্ঠা সৃষ্টি করছে। ইতোমধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত ৭৫টি  দেশে ১৬ হাজারেরও বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত শনাক্তের তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে আক্রান্ত শিশুদের মধ্যে একজন ক্যালিফোর্নিয়া রাজ্যের। তবে সে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সংক্রমিত দুই শিশুর মধ্যে সম্পর্ক নেই এবং সম্ভবত পারিবারিক সংক্রমণের ফলাফল ছিল এটি। সংস্থাটি জানিয়েছে, শিশুরা সুস্থ রয়েছে এবং তাদের চিকিৎসা করা হচ্ছে। মাঙ্কিপক্সের উপসর্গগুলো ফ্লু-র মতো এবং এটি ত্বকে ক্ষত সৃষ্টি করে। রোগটি সমকামী পুরুষদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মূলত ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। চলতি বছর ৬০টি দেশের ১৪ হাজার মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস দুনিয়াজুড়ে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ওই মহামারি থেকে রক্ষা পেতে দুনিয়াজুড়ে যে অবরুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছিল তাতে প্রায় সব দেশের অর্থনীতিতে ধস নামিয়েছে। মনে করা হচ্ছে এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি ঘটেছে তা কাটিয়ে উঠতে কয়েক বছর লাগবে। শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশের দেউলিয়া হয়ে পড়ার পেছনে করোনা সংক্রমণ প্রধানত দায়ী। পর্যটননির্ভর দেশটির আয় দুই বছর বিপুলভাবে হ্রাস পাওয়ায় বিপর্যয় অনিবার্য হয়ে দাঁড়ায়। এখনো বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষকে করোনাকালীন দুর্যোগের অর্থনৈতিক পার্শ্বপ্রতিক্রিয়ার মোকাবিলা করতে হচ্ছে। এ প্রেক্ষাপটে মাঙ্কিপক্সের বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ বেড়েছে।  বাংলাদেশেও যাতে মাঙ্কিপক্স থাবা বিস্তার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর