‘কী ভাই দেশের কী অবস্থা? বাংলাদেশ ব্যাংক নাকি খালি? আগামী মাসে দেখবেন বিদ্যুৎ থাকবেই না। হা হা...।’ জরুরি কাজে একটি অফিসে গেছি। অফিসের কর্তা এভাবেই আমাকে স্বাগত জানালেন। তার চোখে-মুখে আনন্দের ঝিলিক। আমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বললেন, চা খাবেন? এখন তো কৃচ্ছ্রতা চলছে। চিনি ছাড়া চা খান। বলে, দমকা বাতাসের মতো হা হা করে হাসলেন। ভদ্রলোক ব্যবসায়ী। আওয়ামী…