সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা

ট্রাফিক আইন মানতে হবে

সড়ক দুর্ঘটনা কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ সড়কে প্রাণ হারাচ্ছে, নতুবা পঙ্গুত্বের শিকার হচ্ছে। দেশের এমন কোনো জনপদ খুঁজে পাওয়া দুষ্কর যেখানে সড়ক দুর্ঘটনার শিকার কাউকে খুঁজে পাওয়া যাবে না। সড়ক দুর্ঘটনায় এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে অন্তত ৪ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন জুলাইয়ে। শনিবার বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন প্রাণ হারিয়েছেন। সাত মাসে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। মৃতের মধ্যে ১০৯ শিশু ও ১০৫ জন নারী রয়েছেন। জুলাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। শিক্ষার্থী মারা গেছেন ১০৪ জন। এর মধ্যে শুধু রাজধানীতে জুলাইয়ে ৪১ দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু ও ৫৮ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌদুর্ঘটনায় ১৮ ও রেল দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের মতে, সড়ক আইন বা নজরদারি বলতে এখন আর কিছু চোখে পড়ে না। পাশাপাশি মানুষের মধ্যে অস্থিরতাও বেড়েছে। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল মনোভাবের অভাব। গাড়ি চলানোর সময় অসতর্কতার কারণে অনেকেই শুধু নিজের জীবনই নয়, অন্যদেরও ঝুঁকিতে ফেলেন। ট্রাফিক আইন না মেনে চলার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। এজন্য চালকরা যেমন দায়ী তেমন দায়ী পথচারীসহ অন্যদের বেপরোয়া মনোভাব। বিশেষত সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। দেশে নিরাপদ সড়কের উপযোগী আইন থাকলেও নজরদারির অভাবে তা মানা হয় না। সড়ক-মহাসড়কে যেখানে সেখানে পারাপারের ঘটনায় দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি করছে। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন যাতে সবাই মেনে চলেন সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর