মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অস্বাভাবিক জোয়ার

জলবায়ু পরিবর্তনের অশুভ প্রভাব

নিম্নচাপের প্রভাবে প্রবল জোয়ারে দেশের উপকূলভাগের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাগর উত্তাল হয়ে ওঠায় ঘনবৃষ্টি ও প্লাবনে উপকূলবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল থাকায় কক্সবাজারে অবস্থানরত পর্যটকদের সমুদ্রস্নান কিংবা পানিতে নামার ক্ষেত্রে সতর্ক করছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সদস্যরা। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো উপকূলের মোহনায় নোঙররত অবস্থায় রাখা হয়েছে। সতর্ক সংকেত কেটে গেলে আবার ট্রলারগুলো মাছ ধরতে সাগরে যাবে এমন অবস্থায় রয়েছে। নিম্নচাপের প্রভাবে কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে। কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, উখিয়া ও টেকনাফে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খুলনার কয়রায় জোয়ারের পানির তোড়ে কপোতাক্ষ নদের চরামুখা বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নচাপের প্রভাবে জোয়ার ও প্রবল বৃষ্টিপাতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় আমন ফসলের ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে সৃষ্ট উত্তাল জোয়ারে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ফুট বেশি পানি উপকূলীয় এলাকায় ঢুকে পড়েছে। চরাঞ্চলের মানুষ পড়েছে বিপাকে। জলবায়ু পরিবর্তনের অশুভ প্রভাবে দেশে বন্যা ও জলোচ্ছ্বাসের তা-ব বৃদ্ধি পেয়েছে। এ বছর আগাম বন্যায় হাওর এলাকার ফসল ব্যাপকহারে মার খেয়েছে। সবজি উৎপাদনও ব্যাহত হয়েছে আবহাওয়ার খেয়ালি আচরণে। তার প্রভাবে সবজির দাম ২-৩ গুণ বেড়ে গেছে। কাঁচা মরিচের দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। দাঁড়াতে হবে ক্ষতিগ্রস্তদের পাশে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর