মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা
স্মরণ

শহীদ আলতাফ মাহমুদ

জাফর খান

শহীদ আলতাফ মাহমুদ

শহীদ আলতাফ মাহমুদ সংগীতশিল্পী ও শহীদ মুক্তিযোদ্ধা। বরিশাল শহরে তাঁর জন্ম। তাঁর বাবার নাম নিজাম আলী। বরিশাল জিলা স্কুলে অধ্যয়নকালেই তাঁর সংগীতচর্চার শুরু এবং অল্প বয়সেই নিজের প্রচেষ্টায় গণসংগীত আয়ত্ত করেন। বিভিন্ন জলসা -অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে তিনি প্রশংসা অর্জন করেন। বিখ্যাত বেহালাবাদক সুরেন রায়ের কাছে সংগীতের তালিম গ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে আলতাফ মাহমুদ ঢাকা এসে ‘ধূমকেতু শিল্পী সংঘ’-এ যোগদান করেন। পরে ভাষা আন্দোলনে যোগ দেন এবং গণজাগরণের লক্ষ্যে বহু গণসংগীত পরিবেশন করেন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ ভাষাশহীদদের উদ্দেশে আবদুল গাফ্ফার চৌধুরী রচিত এ বিখ্যাত গানটি বর্তমানে যে সুরে গাওয়া হয় তার রচয়িতা আলতাফ মাহমুদ। ১৯৭১ সালের ৩০ আগস্ট দখলদার পাকিস্তানি বাহিনীর লোকেরা তাঁকে তাঁর ঢাকার বাসস্থান থেকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দেশের সংস্কৃতিচর্চা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর ‘একুশে পদক’-এ ভূষিত করে।              

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর