শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মাদক ঠেকাতে চাই সামাজিক প্রতিরোধ

প্রিন্সিপাল এম এইচ খান মঞ্জু

মাদক ঠেকাতে চাই সামাজিক প্রতিরোধ

মাদক মরণ নেশা। এ নেশায় যারা একবার আসক্ত হয় তারা তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হয়। এ নেশা আসক্তদের সুপথে ফেরানো কঠিন হয়ে পড়ে। এভাবে সমাজে বেড়ে যায় মাদকসেবীর সংখ্যা। এ মাদক এখনো দেশে আশঙ্কাজনকভাবে বিস্তার লাভ করছে। লাখো মানুষ আসক্ত হচ্ছে এ মরণ নেশায়।  এ দেশের একজন সাবেক রাষ্ট্রপতির পুত্র মারা গেছেন মাদকাসক্তির শিকার হয়ে। মাদকদ্রব্য মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। দেশে এখন কত রকমের মাদক আসছে তা বলে শেষ করা যাবে না। ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন সর্বনাশা এসব মাদকদ্রব্য পাশের দেশ থেকে যেমন আসছে, তেমন দেশেও ভেজাল উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। ফলে একই সঙ্গে মাদক ও ভেজাল দুই ধরনের ক্ষতির মুখে পড়ছে সেবনকারীরা। চিকিৎসার মাধ্যমে নেশার থাবা থেকে মুক্তি মিললেও ভেজাল মেশানো মাদক গ্রহণের ক্ষেত্রে সে সুযোগও পাওয়া যায় না। এ ক্ষেত্রে মৃত্যু বা পঙ্গুত্ব বরণ এড়ানো যায় না। অতিমাত্রায় ক্ষতিকর ও অত্যন্ত ব্যয়বহুল ‘আইস’ নামে একটি মাদকের সন্ধান মিলেছে সম্প্রতি। এটি স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। এ ধরনের মারাত্মক ক্ষতিকর মাদক কীভাবে দেশে আসছে তা অবিলম্বে উদ্ঘাটন করা প্রয়োজন। মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন কেন্দ্র করে সংঘটিত হচ্ছে ভয়ংকর সব অপরাধ। কাজেই মাদকদ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরও দেশে মাদকের ব্যবহার ও পাচার সন্তোষজনক মাত্রায় রোধ করা যায়নি। সরাসরি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কঠোর সিদ্ধান্তের পরও থামানো যাচ্ছে না মাদকের কারবার। সরকারকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। যে-কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে। মাদক ব্যবসায়ীরা যেমন পাচারের কৌশল পাল্টায়, তেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচক্ষণ কর্মকর্তাদেরও কৌশলী হতে হবে। তা হলেই তাদের পরাজিত করা সম্ভব। যুবসমাজকে যদি আমরা সুরক্ষা দিতে চাই, অন্যায়-অপরাধ কমাতে চাই, সমাজ নিরাপদ ও বাসযোগ্য রাখতে চাই এবং দেশের কাক্সিক্ষত উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে চাই তবে মাদকের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ও বিজয় অর্জনের কোনো বিকল্প নেই। দেশ ও সমাজ মাদকমুক্ত করতে হলে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে হবে; চলাচল, বিপণন ও বিক্রি বন্ধ করতে হবে; মাদকের চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদকের আগ্রাসন ও অভিশাপ থেকে মুক্তির জন্য শুধু প্রশাসনিক ও আইনি ব্যবস্থাই যথেষ্ট নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। সামাজিক প্রতিরোধের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধিই পূর্বশর্ত। মাদকের বিরুদ্ধে সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে। সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে যদি মাদকের ধ্বংসাত্মক ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরা যায় এবং তাদের মধ্যে সচেতনতা আসে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই মাদকাসক্তের সংখ্যা কমবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আলেম-ওলামা ও সমাজের সচেতন মানুষ নিয়ামক ভূমিকা পালন করতে পারে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির যে কর্মসূচি নেওয়া হয়েছিল তা জোরদার করতে হবে কমিটি গঠন ও কার্যকরের মাধ্যমে। এ কর্মসূচি ও কমিটি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারিত করতে হবে। সরকারকে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি এর সঙ্গে জনসংশ্লিষ্টতা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। তরুণ প্রজন্মকে বিপথগামী ও উচ্ছৃঙ্খল করে তোলার পেছনে মূল ভূমিকা পালন করে মাদক। মাদক চোরাকারবারিদের লক্ষ্যই থাকে তরুণ ও যুব শ্রেণির দিকে। তারাই তাদের মাদকের প্রধান খরিদ্দার। তারা নিত্যনতুন মাদক চোরাচালান করে তরুণদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তারা ফেনসিডিল, হেরোইন, ইয়াবা থেকে শুরু করে এখন নতুন সংস্করণ হিসেবে এলএসডি ও গাঁজার কেক নিয়ে আসছে। মাদক ব্যবসায়ীরা অনলাইনে বিভিন্ন গ্রুপ খুলে মাদক বিক্রি করছে। মাদকের কারবার বন্ধ করা না গেলে সামাজিক-অর্থনৈতিক সব ধরনের স্থিতিই বিঘিœত হবে। তাই মাদকের বিস্তার রোধে কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হবে, এটাই আমাদের প্রত্যাশা।

লেখক : সাবেক সংসদ সদস্য ও প্রিন্সিপাল এম এইচ খান ডিগ্রি কলেজ, গোপালগঞ্জ

সর্বশেষ খবর