শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের উন্নয়ন

জাপানের ইতিবাচক প্রস্তাব

বিশ্বমন্দায় সারা দুনিয়ার মতো বাংলাদেশেও অর্থনীতির হালহকিকত নিয়ে যখন সংশয় দেখা দিচ্ছে তখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি জাপান বাংলাদেশকে দেখছে অযুত সম্ভাবনার দেশ হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে পাশে দাঁড়াবার আগ্রহ দেখিয়েছে দেশটি। বর্তমান সরকার রূপকল্প-২০৪১ গ্রহণ করেছে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে। বাংলাদেশের ৬ খাতে সম্ভাবনার আলোকচ্ছটা দেখতে পাচ্ছে শিল্পসমৃদ্ধ দেশটি। এ সম্ভাবনাগুলো শক্তির স্তম্ভ হিসেবে মূল্যায়ন করে ‘সিক্স স্ট্রং পিলার্স’ শীর্ষক একটি পরিকল্পনা তারা বাংলাদেশ সরকারের কাছে পেশ করেছে। জাপানের বিবেচনায় বাংলাদেশের ৬টি পিলার বা সম্ভাবনার ভিত্তি হচ্ছে-১. ম্যান মেড ফাইবারে তৈরি উচ্চমূল্যের পোশাক রপ্তানি ২. মুক্তবাণিজ্য নীতি গ্রহণ ৩. শিল্পোন্নয়নে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ৪. গাড়ির যন্ত্রাংশ রপ্তানি ৫. রি-সাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্য শিল্পে বিনিয়োগ এবং ৬. তথ্যপ্রযুক্তি বা আইটি খাতে তরুণ প্রজন্মকে যুক্ত করা। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, রপ্তানি বৈচিত্র্যকরণ বা বহুমুখীকরণের বিষয়ে নানা ধরনের সম্ভাবনার কথা বলা হলেও বাংলাদেশের রপ্তানি মূলত তৈরি পোশাকনির্ভর। আবার দেশের শিল্পোদ্যোক্তারা তুলায় বানানো কম দামি কটন কাপড়ে তৈরি পোশাক রপ্তানি করে থাকেন। অন্যদিকে উন্নত বিশ্বে এখন কটনের ব্যবহার কমছে। বিপরীতে ম্যান মেড ফাইবার বা সিনথেটিক কাপড়ে তৈরি উচ্চমূল্যের পোশাকের কদর বাড়ছে। জাপান মনে করছে, বাংলাদেশের জন্য পরবর্তী শক্তি ও সম্ভাবনার জায়গাটি হবে ম্যান মেড ফাইবারে তৈরি হাইভ্যালুড বা উচ্চমূল্যের তৈরি পোশাক রপ্তানিতে গুরুত্ব দেওয়া। বাংলাদেশের উচ্চমূল্যের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশটি। মুক্তবাণিজ্য এবং পণ্যের সরবরাহকারী দেশ হিসেবেও বাংলাদেশের সম্ভাবনা দেখছে জাপান। জাপান মনে করে, মেশিনারিজের মানের পাশাপাশি পণ্যের গুণগত মান বাড়ানো গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতায় সক্ষমতা বাড়বে। জাপান বাংলাদেশের টেকসই উন্নয়নে ৬টি শক্তিশালী স্তম্ভ নির্মাণের যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে তারা নিজেরাই অর্থায়ন করবে। বাংলাদেশ দেবে জনশক্তি। এর ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগও বিপুলভাবে বাড়বে। বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। সমৃদ্ধির সোপানে পা বাড়াতে রাখবে ফলপ্রসূ ভূমিকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর