শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আকবর আলি খান

ছিলেন বিবেকের কণ্ঠস্বর

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের কর্মকর্তা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মুক্তবুদ্ধি ও মুক্ত বিবেকের কণ্ঠস্বর অর্থনীতিবিদ আকবর আলি খান আর নেই। বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন সর্বজনশ্রদ্ধেয় ন্যায়নিষ্ঠ এই ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। ২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। কিন্তু দলবিশেষের কাছে মাথা বিক্রি করা রাষ্ট্রপতির অধীনে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা না থাকায় তিনি আরও দুই উপদেষ্টার সঙ্গে পদত্যাগ করেন। কর্মজীবনে সরকারের সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করলেও তিনি ছিলেন একাধারে অর্থনীতিবিদ, বাগ্মী, গবেষক ও লেখক। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্যসহ বিচিত্র বিষয়ে তাঁর গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত। তাঁর ‘হিস্টোরি অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশের ইতিহাস’ বইটি খুব বিখ্যাত। তাঁর জনপ্রিয় প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে পরার্থপরতার অর্থনীতি, আজব ও জবর আজব অর্থনীতি, অবাক বাংলাদেশ : বিচিত্র ছলনাজালে রাজনীতি, বাংলায় ইসলাম প্রচারে সাফল্য : একটি ঐতিহাসিক বিশ্লেষণ, দুর্ভাবনা ও ভাবনা : রবীন্দ্রনাথকে নিয়ে ইত্যাদি। আকবর আলি খানের সর্বশেষ আত্মজীবনী গ্রন্থ ‘পুরানো সেই দিনের কথা’। এ গ্রন্থে একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের জীবনের উন্মেষ ও বিকাশের কাহিনি উঠে এসেছে। আকবর আলি খান কর্মজীবনে সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি সরকারের রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক থাকা অবস্থায় বাংলাদেশের পক্ষে অবস্থান নেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেন। মুক্তিযুদ্ধের চেতনা শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন নিবেদিতপ্রাণ। আকবর আলি খানের মৃত্যুতে বুদ্ধিবৃত্তি চর্চার ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। আপন গুণে তিনি সুবিবেচনা ও সুবিবেকের প্রতীক হয়ে উঠেছিলেন। দেশবাসীর স্বার্থের প্রতি তাঁর আনুগত্য ছিল চোখে পড়ার মতো। জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম আকবর আলি খানের প্রতি বিদায়ী অভিবাদন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর