সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাড়ছে বজ্রপাত

আবহাওয়া দূষণ ঠেকাতে হবে

বাংলাদেশে বজ্রপাতে প্রাণহানি আশঙ্কাজনকহারে বেড়ে চলছে। শুধু গত আগস্ট মাসেই বজ্রপাত কেড়ে নিয়েছে ২২৮ জনের প্রাণ। বিশেষজ্ঞদের মতে, বাতাসে সিসার পরিমাণ বৃদ্ধি, অতিরিক্ত তাপমাত্রা, মাত্রাতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার এবং এর রেডিয়েশন, গ্রামে মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারের সংখ্যা বৃদ্ধি, উঁচু বৃক্ষের সংখ্যা কমে যাওয়া এবং জলাভূমি ভরাটের কারণে বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মতে, ২০১১ থেকে ২০২০ পর্যন্ত বজ্রপাতে দেশে ২ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়। অর্থাৎ সপ্তাহে বজ্রপাতে গড়ে চারজনের মৃত্যু হয়েছে। ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের তথ্যে, ২০১০ থেকে ২০২১ পর্যন্ত ৩ হাজার ২৭৩ জন বজ্রপাতে নিহত হয়েছে। এর মধ্যে ২০২১ সালেই বজ্রপাতে মারা গেছে ৩৬৩ জন। দেশের নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, গাইবান্ধা, সিরাজগঞ্জ এবং সিলেটসহ বিস্তীর্ণ হাওরাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে বজ্রপাতে প্রাণহানি বেশি ঘটছে। গ্রামাঞ্চলে খোলা জায়গায় বজ্র নিরোধক স্থাপনা ও উঁচু গাছের অভাবে প্রাণহানির মতো বিপর্যয় বাড়ছে। সাধারণত গ্রামে বড় বড় গাছ বজ্র প্রতিরোধক হিসেবে কাজ করে। কিন্তু বসতবাড়ি নির্মাণ ও কৃষিকাজের জন্য গাছ কেটে ফেলায় বজ্রপাতে প্রাণহানি আগের চেয়ে বেশি ঘটছে। সাধারণত এপ্রিল-মে সময়ে গ্রামাঞ্চলের কৃষকরা ধান কাটায় ব্যস্ত থাকেন। এর ফলে তাদের বজ্রপাতের মুখে বেশি পড়তে দেখা যায়। জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাত আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সাধারণত দেশে বর্ষা এবং বর্ষা মৌসুমের আগে পরে বজ্রপাত বেশি হয়। কিন্তু বদলে যাওয়া আবহাওয়ার কারণে এখন এ সময়ের বাইরেও বজ্রপাতের ঘটনা ঘটছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিও এর অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। গবেষণার মাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী ১৯৮৪ থেকে ২০১৩ পর্যন্ত ৩০ বছরে রংপুর বিভাগে তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে বজ্রপাতের ঘটনা। বজ্রপাতের বিপদ এড়াতে আবহাওয়ার দূষণ ঠেকাতে হবে। তালগাছ বা উঁচু গাছের সংখ্যা বৃদ্ধি করাও জরুরি। বৃষ্টি ও বজ্রপাতের সময় মোবাইল ব্যবহারেও সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর