বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজা মানসিংহ

রাজা মানসিংহ

রাজা মানসিংহ রাজা ভগবান দাসের পালক পুত্র। আম্বরে জন্মগ্রহণকারী মানসিংকে সম্রাট আকবর ‘রাজা’ খেতাবে ভূষিত করেন। তিনি রাজা মানসিংহকে পুত্রজ্ঞানে স্নেহ করতেন। ১৫৯৪ খ্রিস্টাব্দের ১৭ মার্চ তাঁকে বাংলার সুবাদার নিয়োগ করা হয়। ১৫৯৪-১৫৯৮, ১৬০১-১৬০৫ এবং ১৬০৫-১৬০৬ খ্রিস্টাব্দ- এ তিন মেয়াদে তিনি সুবাদারের দায়িত্ব পালন করেন। আফগান দলপতি এবং ঈশা খাঁর নেতৃত্বাধীন ভূঁইয়াদের দমন করা ছিল বাংলায় রাজা মানসিংহের প্রধান কাজ। তান্ডা থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে তিনি চারদিকে কয়েকটি পরীক্ষামূলক অভিযান পরিচালনা এবং ১৫৯৫ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর তান্ডা থেকে রাজমহলে রাজধানী স্থানান্তর করেন। নতুন রাজধানীর নামকরণ করেন আকবরনগর। মানসিংহের পুত্র হিম্মত সিংহের নেতৃত্বে এক পরীক্ষামূলক অভিযানে ঈশা খাঁর মিত্র কেদার রায়ের কাছ থেকে ১৫৯৫ খ্রিস্টাব্দের ২ এপ্রিল ভূষণা দুর্গ দখল করা হয়। ঈশা খাঁর কাছ থেকে ভাটি জয়ের উদ্দেশে ১৫৯৫ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর মানসিংহ নিজেই নতুন রাজধানী থেকে যাত্রা করেন। মানসিংহ নিকটবর্তী হলে ঈশা খাঁ ব্রহ্মপুত্রের অন্য তীরে পশ্চাৎপসরণ করেন। মানসিংহ শেরপুর মোর্চায় (বগুড়া জেলায়) শিবির স্থাপন করেন এবং সেখানে একটি মাটির দুর্গ নির্মাণ করেন। তিনি এ স্থানের নামকরণ করেন সেলিমনগর এবং বর্ষাকালটা সেখানেই কাটান। ইতোমধ্যে ঈশা খাঁর মিত্র খাজা সুলায়মান খাঁ নুহানি ও কেদার রায় মুঘলদের কাছ থেকে ভূষণা দুর্গ পুনর্দখল করেন। মানসিংহ তাঁর পুত্র দুর্জন সিংহের নেতৃত্বে এক অভিযান প্রেরণ করেন এবং প্রচ-  লড়াইয়ের পর ১৫৯৬ খ্রিস্টাব্দের ২০ জুন তিনি দুর্গটি পুনর্দখল করতে সক্ষম হন। ১৫৯৬ খ্রিস্টাব্দের বর্ষাকালে মানসিংহ ঘোড়াঘাটে তাঁর শিবির স্থাপন করেন। তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন, তবে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই ঈশা খাঁ ও তাঁর মিত্রদের বিরুদ্ধে হিম্মত সিংহের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল পাঠান।

হিম্মত সিংহ নিকটবর্তী হলে ঈশা খাঁ এগারসিন্ধুর দিকে পশ্চাৎপসরণ করেন। ১৫৯৭ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে মানসিংহ স্থল ও জল পথে ঈশা খাঁর বিরুদ্ধে দুটি বিরাট বাহিনী পাঠান। দুর্জন সিংহের অধিনায়কত্বে মুঘল সেনাবাহিনী প্রথম দিকে কিছুটা সাফল্য লাভ করে, এমনকি তারা ঈশা খাঁর রাজধানী কাত্রাবোও আক্রমণ করে। কিন্তু শেষে ৫ সেপ্টেম্বর বিক্রমপুর থেকে ২০ কিমি দূরে এক নৌযুদ্ধে দুর্জন সিংহ নিহত হন এবং মুঘল বাহিনী বিধ্বস্ত হয়। এভাবে ঈশা খাঁর বিরুদ্ধে মানসিংহের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয় এবং হতোদ্যম সুবাদার ১৫৯৮ খ্রিস্টাব্দে আজমিরের উদ্দেশে বাংলা ত্যাগ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর