মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আত্মীয়তার সম্পর্ক

যুবায়ের আহমাদ

আত্মীয়তার সম্পর্ক

ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা অপরিহার্য।

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম ও কবিরা গুনাহ। আল কোরআনে আল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা, আত্মীয়ের হক আদায়ের নির্দেশ প্রদান করেছেন একাধিক জায়গায়। তিনি বলেন, ‘আল্লাহ সবার সঙ্গে ন্যায় ও সদ্ব্যবহারের নির্দেশ দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন আত্মীয়স্বজনের হক আদায়ের।’ (সুরা নাহল, আয়াত ৯০) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অন্যের কাছে চেয়ে থাক এবং তোমরা সতর্ক থাক আত্মীয়তার বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তীক্ষè দৃষ্টি রাখবেন।’ (সুরা নিসা, আয়াত ১) এ আয়াতে আল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং ছিন্ন না করার ব্যাপারে তাঁকে ভয় করার কঠোর নির্দেশ দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে ইসলাম এতই গুরুত্ব দিয়েছে যে, একে ইমানের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (বুখারি) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণাম ভয়াবহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহও ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। আবদুর রহমান ইবনে আউফ (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বলছেন “আমিই রহমান (দয়ালু), আমি আমার নাম (রহমান) থেকেই ‘রহিম’ (আত্মীয়তার বন্ধন)-এর নাম নির্গত করেছি।” সুতরাং যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমিও তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব এবং যে তা ছিন্ন করবে, আমি তাকে আমার থেকে ছিন্ন করব।’ (আবু দাউদ) রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না’। (বুখারি) আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, তার ওপর আল্লাহর লানত, তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য লানত এবং তাদের জন্য মন্দ আবাস।’ (সুরা রাদ, আয়াত ২৫) ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এতই গুরুত্বপূর্ণ যে কোনো আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে তার সঙ্গেও সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে ইসলাম। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিদানকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয়। বরং আত্মীয়তার হক সংরক্ষণকারী তো ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে।’ (বুখারি) আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে দুনিয়া ও আখেরাতে মিলবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। দুনিয়ায় সমৃদ্ধি অর্জনের একটি মাধ্যমও আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর রিজিক ও হায়াতে বরকত দেওয়া হয়।

লেখক : খতিব, বাইতুশ শফিক মসজিদ ও পরিচালক, বাইতুল হিকমাহ একাডেমি, গাজীপুর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর