রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার ভুল

অপদখল ও গণভোট অগ্রহণযোগ্য

রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি এলাকার দুটিকে নিজেদের সার্বভৌমত্বের অধীনে এনেছে। অন্য দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ দখলাধীন এলাকাগুলোয় গণভোট অনুষ্ঠিত হয়। মস্কোর দেওয়া তথ্যানুযায়ী ওই চারটি এলাকার অধিবাসীরা রাশিয়ার অন্তর্ভুক্তির পক্ষে বিপুলভাবে রায় দেন। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে কেড়ে নেওয়া ভূখণ্ড ‘জাপোরিঝঝিয়া’ ও ‘খেরসন’কে ‘স্বাধীন’ ঘোষণা করে ডিক্রি জারি করেছেন। একই সঙ্গে দখলকৃত লুহানস্ক ও দোনেৎস্ককে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। ক্রেমলিনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানোর কারণেই ইউক্রেন নিয়ে আজকের সংকট তৈরি হয়েছে। এরই সঙ্গে তিনি সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে নাশকতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। ইউক্রেন থেকে আলাদা হওয়া জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পুতিন বৃহস্পতিবার রাতে দুই ডিক্রিতে স্বাক্ষর করেন। ওই সময় পুতিন বলেন, তিনি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বীকৃতি দিচ্ছেন। মস্কোর দাবি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে উল্লিখিত বিধির সঙ্গে সংগতি রেখে দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তিন দশক আগেও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি রাষ্ট্রীয় ইউনিট ছিল ইউক্রেন। সে সময়ও রাশিয়া দখলকৃত ওই এলাকাগুলোকে ইউক্রেনের বলে স্বীকার করত। ইউক্রেনের দখলকৃত এলাকা নিজেদের সার্বভৌমত্বের অধীনে এনে রাশিয়া প্রকারান্তরে আন্তর্জাতিক আইনকানুনের প্রতি বুড়ো আঙুল দেখাল। দখলকৃত এলাকাগুলোর বাসিন্দার সংখ্যাগরিষ্ঠ রুশ বংশোদ্ভূত। সে হিসেবে গণভোটে তারা রাশিয়ার পক্ষে রায় দিয়েছেন এমন দাবির সুযোগও রয়েছে। কিন্তু কোনো দেশে আগ্রাসন চালানোর পাশাপাশি এমন গণভোটকে মেনে নেওয়া হলে তা দুনিয়াজুড়ে অস্থিরতা সৃষ্টি করবে। মস্কো এ ভুল পথ থেকে সরে আসবে আমরা সে কামনাই করতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর