সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মানসিক চাপ : কঠিন ব্যাধি

আফতাব চৌধুরী

জীবনের বিভিন্ন সমস্যা, অশান্তি বা চ্যালেঞ্জের সঙ্গে বুঝতে গিয়ে অনেক সময় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ি আমরা। এই মানসিক অবসাদ কখনো মানুষের জন্য লাভদায়ক ফল দিতে পারে, আবার কখনো ক্ষতিকারকও হতে পারে। অর্থাৎ মানসিক চাপ তখনই ভালো যখন এটি মানুষের মনে উৎসাহ জোগায়। যদি আমাদের মনের ইচ্ছা বা বাসনা অনেক বড় হয় বা তাকে পূরণ করতে না পারি তাহলে আমরা নেতিবাচক চাপের শিকার হয়ে পড়ি। বারবার চেষ্টা করার পরও যখন প্রত্যাশানুযায়ী সাফল্য মিলে না তখন আমরা হতাশার শিকার হয়ে পড়ি। এমতাবস্থায় একজন ব্যক্তির জন্য পরিশ্রম তথা একাগ্রতা সহকারে কাজ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এই মানসিক অবসাদের শিকড় যতই মজবুত হয়, একজন মানুষ ততই ভেঙে পড়েন। আজ পর্যন্ত ব্যস্ততাপূর্ণ জীবনযাত্রার এমন একটি ক্ষেত্র নেই, যেখানে আমরা মানসিক চাপের সম্মুখীন হই না। মানসিক চাপ সৃষ্টির কারণ নেতিবাচক বা ইতিবাচক দুই ধরনের হতে পারে। যেমন একজন মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে অসমর্থ হলে মানসিক চাপের সম্মুখীন হন। অন্যদিকে কোনো এক ব্যক্তি পরিস্থিতির কাছে হেরে গেলেও মানসিক চাপে ভোগেন। কোনো নিকটাত্মীয়ের কাছ থেকে কঠিন আঘাত পেলেও মনে হতাশার সৃষ্টি হয়। কখনো কোনো কাজে সফলকাম না হলে বা পরীক্ষায় বিফল হলে মানসিক চাপ বাড়ে। এমনকি পরীক্ষার ফলাফল এগিয়ে এলেও মানসিক চাপ বাড়ে। মৃত্যু ও বিয়ে তথা প্রেমে প্রতারিত হলেও মানসিকভাবে হতাশ হয়ে পড়ে মানুষ। মানসিক চাপগ্রস্ত এক ব্যক্তির জীবনের প্রতি অনীহা আসা কোনো বড় কথা নয়। এমন ব্যক্তি উচিত সিদ্ধান্ত নিতে অসমর্থ হয়ে পড়েন। ফলে তার জীবনে আরও সমস্যা দেখা দেয়। এতে মানসিক চাপ দ্বিগুণ বেড়ে যায়। মানসিক চাপের ফলে হজম শক্তিতে প্রভাব পড়ে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর