বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত হলো ত্রিমুখী শক্তি। এ ত্রিমুখী শক্তি কখনই এক বিন্দুতে মিলিত হওয়ার সুযোগ নেই। এক বিন্দুতে মিলিত হওয়ার মানেই হলো অন্য দুই শক্তির বিলুপ্তি যা তিনজনের মধ্যে অন্য দুজনের পক্ষেই মেনে নেওয়া সম্ভব হবে না। এমনকি এ ত্রিমুখী শক্তির যে-কোনো দুই শক্তির পক্ষেও এক বিন্দুতে আসা সম্ভব নয়। কারণ এতেও এক শক্তির বিলুপ্তির আশঙ্কা তৈরি হবে। এ তিনটিই পারস্পরিক সাংঘর্ষিক…