বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

যুদ্ধ নয় শান্তি

বন্ধ হোক যুদ্ধবাজদের হঠকারিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু ও শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতুর উদ্বোধন করেছেন। সৌদি আরব ও জাপানি সহায়তায় নির্মিত এ দুটি সেতুর উদ্বোধনী সভায় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলানও বক্তব্য দেন। প্রধানমন্ত্রী সেতু দুটির উদ্বোধনকালে বলেন, বাংলাদেশের অগ্রগতি মূলত যোগাযোগব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় সরকার এ ক্ষেত্রের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নতুন উদ্বোধন হওয়া সেতু দুটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আর্থসামাজিক অগ্রগতি ব্যাপকভাবে জোরদার করবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রথমবার সরকারে এসেই যমুনা সেতুর ওপর বহুমুখী সেতু নির্মাণ করে তাঁর সরকার। এ ছাড়া আরও অনেক সেতু নির্মাণ সম্পন্ন করে। যার মধ্যে রয়েছে ধরলা সেতু, গাবখান সেতু, শিকারপুর ও দোয়ারিকা সেতু এবং ভৈরব নদের ওপর সেতু। সমগ্র বাংলাদেশকে একটি যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনাই ছিল তাঁর সরকারের প্রচেষ্টা। তিনি বলেন, এখন আমরা দাবি করতে পারি দেশের সমগ্র এলাকার মধ্যে যোগাযোগ স্থাপনের কাজ করতে সক্ষম হয়েছি। করোনা ও চলমান ইউক্রেন যুদ্ধ দেশের উন্নয়নের গতি অনেকটা শ্লথ করে দিয়েছে। এ সহজ সত্যটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এ কষ্ট ভোগ করছে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না শান্তি চাই, মানুষের উন্নতি চাই। বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হচ্ছে তা সারা বিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক। তাদের চিকিৎসা, শিক্ষা ও ভালো জীবনের জন্য ব্যয় হোক। মধুমতী ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এবং এতে বিশ্বের সব শান্তিকামী মানুষের আশা-আকাক্সক্ষার কথাই প্রতিফলিত হয়েছে। আমরা আশা করব দুনিয়াজুড়ে যুদ্ধবিরোধী মনোভাব জাগ্রত করা তথা যুদ্ধবাজদের হঠকারিতা থামাতে প্রধানমন্ত্রীর আহ্বান ভূমিকা রাখবে। বিশ্বশান্তির জন্য রাখবে অবদান।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর