মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়

টাইগারদের চোখে সেমিফাইনালের স্বপ্ন

জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের অবিস্মরণীয় জয় এসেছে অনেক নাটকীয়তার পর। বাংলাদেশ ৩ রানে জিতলেও এ জয়ের নাটকীয়তা ক্রিকেটপ্রেমীদের মনে বহুদিন উঁকি দেবে বৈচিত্র্যতার গুণে। জিম্বাবুয়ে অঙ্কের হিসাবে বাংলাদেশের চেয়ে পেছনের দল হলেও বিশ্বকাপে তারা ইতোমধ্যে চমক সৃষ্টির দল হিসেবে আবির্ভূত হয়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে না খেলেই ১ পয়েন্ট পেয়েছে জিম্বাবুয়ে বৃষ্টির কারণে। পাকিস্তানকে হারিয়ে তারা নিজেদের নতুন উচ্চতায় নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ প্রথম ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে করে ১৫০ রান। জিম্বাবুয়ে এ সাদামাটা রান অতিক্রম করতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে। কিন্তু হিমালয়সম চাপ সামলে মোসাদ্দেক হোসেন সৈকতের জাদুকরী ওভারে স্বপ্নের এক জয় তুলে নেন সাকিব, নাজমুল হোসেন শান্ত, তাসকিন, আফিফ, মুস্তাফিজরা। ব্রিসবেনের এ খেলার শেষ ওভারের প্রতিটি বলেই ছিল চরম নাটকীয়তা। জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। টাইগার অধিনায়ক বল তুলে দেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে। ২ বলে ২ রান হলে শেষ ৪ বলে দরকার ছিল ১৫ রান। ম্যাচ হেলে পড়ে সাকিবদের দিকে। তৃতীয় বলে লেগ বাইয়ে ৪ রান হলে শেষ ৩ বলে দরকার ছিল ১১ রান। চতুর্থ বলে এনগারাভা ডিপ ফাইন লেগে ১ ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন নিজেদের দিকে। দরকার ২ বলে ৫ রান। পঞ্চম বলে নুরুল হাসান সোহান ক্ষিপ্রগতিতে স্টাম্পিং করেন এনগারাভাকে। শেষ বলে দরকার ৫। মোসাদ্দেকের বলে ব্লেসিং মুজারাবানি স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন।

৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান দুই দলের খেলোয়াড়রা। কিন্তু মাঠে রয়ে যান দুই আম্পায়ার। রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, বল স্টাম্প পেরোনোর আগেই সোহান বল স্টাম্পিং করেন; যা আইসিসির নিয়ম অনুযায়ী ‘নো’ বল। ফলে নতুন করে ক্রিকেটাররা মাঠে ফেরেন। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ৪ রান। মোসাদ্দেকের আর্মারে রান নিতে ব্যর্থ হন মুজারাবানি। ৩ রানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের খেলা বাকি ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। সেমিফাইনালের টিকিট পেতে টাইগারদের আরও দৃঢ়ভাবে লড়তে হবে।

সর্বশেষ খবর