বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অশথ

অশথ একটি প্রকাণ্ড বৃক্ষ, যা ২৫ মিটার পর্যন্ত উঁচু হয়। অশথপাতার লম্বা অগ্রভাগের পাশের ফলকে বাতাসের আঘাত ছন্দময় নাচুনি সৃষ্টি করে এবং বৃষ্টিপাতের মতো শব্দ ঝরায়। গুটি (প্রথমে পুষ্পস্তবক, শেষে ফল) ১ সেমি চওড়া, গোলাকৃতি বা ডিম্বাকৃতি, কাঁচা অবস্থায় সবুজ, বোঁটাহীন, প্রায়ই সজোড়, ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র স্ত্রী ও পুং ফুল ডালের সঙ্গে সেঁটে থাকে, পাকা ফল গাঢ়-বেগুনি। জন্মস্থান উপহিমালয়ী অঞ্চল থেকে মধ্যভারত, আসাম ও বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, সর্বত্র রোপিত। ফল পাকে গ্রীষ্মকালে, পাখির প্রিয় খাদ্য, চারা গজায় অন্য গাছের খোঁড়ল ও দালানকোঠার ফাটা দেয়ালে। কাঠ তেমন মূল্যবান নয়, গাছের নানা অংশের ভেষজগুণ আছে। গাছটি হিন্দু ও বৌদ্ধদের কাছে পবিত্র ও পূজিত। বুদ্ধগয়ায় একটি অশথ বৃক্ষের নিচে গৌতম ধ্যানে বসে বুদ্ধত্বপ্রাপ্ত হন। এজন্যই অশথের অন্য নাম বোধিডুম। অশথ ছায়াতরু হিসেবেও বহুল রোপিত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর