শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আত্মঘাতী যুদ্ধ

কাণ্ডজ্ঞানহীনতার অবসান কাম্য

রাশিয়া-ইউক্রেনের আত্মঘাতী যুদ্ধ অভিন্ন জাতিসত্তার অধিকারী দুটি দেশের সর্বনাশই শুধু নিশ্চিত করছে। কাণ্ডজ্ঞানহীন এ যুদ্ধে কারা জয়লাভ করবে সে প্রশ্ন এখন দুই দেশের নাগরিকদের জন্যই অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। যুদ্ধ এবং যুদ্ধের ফলে সৃষ্ট আন্তর্জাতিক অবরোধে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ছে। পরাশক্তি হিসেবে দেশটির ভাবমূর্তিতে ফাটল ধরেছে। ইউক্রেনে যুদ্ধ চালাতে তাদের ইরানেরও শরণাপন্ন হতে হচ্ছে। আর ইউক্রেন তো এখন এক ধ্বংসস্তূপের নাম। অভিন্ন জাতিসত্তার দুই প্রতিবেশী দেশের যুদ্ধ বিশ্ব শান্তি ও অর্থনীতির জন্য বিড়ম্বনা ডেকে আনছে। করোনার দুই বছর ভয়াল রাজত্বের পর রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্ব মন্দা দুনিয়াজুড়ে দুর্ভিক্ষসহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করছে। কাণ্ডজ্ঞানহীন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উভয়পক্ষের প্রায় ২ লাখ সৈন্য হতাহত হয়েছেন বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে। হতাহতদের মধ্যে ১ লাখ রাশিয়া এবং ১ লাখ ইউক্রেনের সৈন্য। এ যুদ্ধে ইতোমধ্যে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আট মাসের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেল। ইউক্রেন ও রাশিয়া দুই দেশই নিজেকে বড় করে দেখানোর জন্য হতাহতের প্রকৃত সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে উল্লেখ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনীয় নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে, তারা শান্তি আলোচনায় আগ্রহী। এমনকি ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে রাশিয়ার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের আত্মঘাতী যুদ্ধের জন্য দায়ী দুই দেশের অপরিণামদর্শী নেতৃত্ব। পাড়ার মাস্তান থেকে নানা পথ পেরিয়ে যাদের একজন বসেছেন শীর্ষ পদে।  কৌতুক অভিনেতার হাতে রাজনীতির নিয়ন্ত্রণ গেলে কী অবস্থার উদ্ভব হয় তা শুধু রাশিয়া-ইউক্রেন নয়, বুঝছে সারা দুনিয়ার মানুষ। এ যুদ্ধের অবসান সমগ্র মানব জাতির দাবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর