মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিল্পায়নের তোড়জোড়

হার মানবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সারা দেশের অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও অবকাঠামোর উদ্বোধন করেছেন। গণভবন থেকে ভার্চুয়ালি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দানকালে প্রধানমন্ত্রী অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে আবাদি জমি রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের ওপর জোর দেন। বলেন, যত্রতত্র কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। আবাদি ও তিন ফসলি জমির ক্ষতি করা যাবে না। শিল্পায়নের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ৫০টি শিল্প ইউনিট ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারাকে তিনি আনন্দের ঘটনা বলে অভিহিত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের চারটি, সিটি অর্থনৈতিক অঞ্চলের দুটি, মেঘনা অর্থনৈতিক অঞ্চলের সাতটি ও শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের একটি- মোট ১৪টি কারখানার বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অঞ্চলের সড়ক, ভবন, বিদ্যুৎ কেন্দ্রসহ ছয়টি গুরুত্বপূর্ণ অবকাঠামোও উদ্বোধন করেন তিনি। এ ছাড়া দুটি অর্থনৈতিক অঞ্চল এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন ২৯টি কারখানারও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সরকারপ্রধান। বিশ্বমন্দার মধ্যেও ১৪টি কারখানার বাণিজ্যিক উৎপাদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উদ্বোধন বাংলাদেশের হার না মানা মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। বাঙালির হার না মানা মনোভাবই মুক্তিযুদ্ধে মহাশক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশ ফিনিক্স পাখির মতো উড়াল দিতে সক্ষম হয়েছে। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে তা দুনিয়ার অগ্রসর দেশগুলোর জন্যও ঈর্ষণীয়। বিশ্ব অর্থনৈতিক মন্দা ও খাদ্যাভাব মোকাবিলায় বাংলাদেশ যে হেরে যাবে না, তা অর্থনীতি সচল করার পদক্ষেপেই অনুভূত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর