১. ভাবছি এমন কোনও শিক্ষক কি আমি পেয়েছি, যাঁর কাছ থেকে ইস্কুল কলেজের পরীক্ষায় কী করে পাস করতে হয় এই কৌশল ছাড়া অন্য কিছু শিখেছি? সত্যি কথা বলতে, ঘরে বসে দিন-রাত ইস্কুল কলেজের বই পড়েই যা শেখার শিখেছি। আর রাত-দিন লুকিয়ে লুকিয়ে ‘আউটবই’ পড়ে জীবন এবং জগৎ সম্পর্কে জেনেছি। এখনও তাই করি, পড়ে পড়ে শিখি। জগৎময় ঘুরে ঘুরে শিখি। সবচেয়ে বেশি শিখি ঠকে ঠকে। চলার পথে পাল পাল…