শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
স্বাস্থ্য

ডায়াবেটিস

বর্তমানে ডায়াবেটিস একটি নীরব মহামারি ডিজিজ। পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা হলো আনুমানিক ১৫ কোটি। বাংলাদেশকে ডায়াবেটিস রোগীর অঘোষিত রাজধানী বলা হয়। বংশগত, জিনগত ও লাইফ- স্টাইলের কারণে ইদানীং অবশ্যই এ রোগ মানুষের ঘুম তাড়াচ্ছে। এক মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ প্রৌঢ় পর্যন্ত সবাই এ রোগে আক্রান্ত হচ্ছে অহরহ। সংক্ষেপে বলা যায়, আমরা যে খাবার খাই তাকে এনার্জিতে পরিণত করার মেটাবলিক অক্ষমতাই ডায়াবেটিসের উৎস, যার ফলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে না। প্যানক্রিয়াস থেকে নিঃসৃত ইনসুলিন যার প্রধান কাজ রক্তের শর্করা দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া আর এর কাজ যখনই ব্যাহত হয় তখনই সমস্যার শুরু হয়ে যায়। সোজা কথায় রক্তের শর্করা ব্লাডস্ট্রিম থেকে ব্লাডসেলে যথাযথভাবে পরিবাহিত হতে না পারলেই শরীরে ব্লাড সুগার লেভেল ভারসাম্য হারায়। জেনে রাখা ভালো ডায়াবেটিস কিন্তু দুই রকমের- টাইপ-১ ডায়াবেটিস ও টাইপ-২ ডায়াবেটিস। টাইপ-১ ডায়াবেটিসকে জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়। এ রোগে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণে সম্পূর্ণ ঘাটতি দেখা যায়। সাধারণত বাচ্চাদের মধ্যে এ প্রকৃতির ডায়াবেটিস বেশি দেখা যায়। আর টাইপ-২ ডায়াবেটিসে ইনসুলিনের কার্যকলাপ ব্যাহত হয়, ইনসুলিন কম নিঃসরণ হয়। সাধারণত এ ক্ষেত্রে তেমন কোনো সিম্পটম থাকে না, ফলে ধরা পড়তে দেরি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর