যুগে যুগে কালে কালে সর্বস্তরে সমাজে মোসাহেব, চাটুকারদের একটা অবস্থান লক্ষ্য করা যায়। মিষ্টি থাকলে মাছি বা পিঁপড়ার যে অনিবার্য উপস্থিতি তাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সর্বকালের এ যেন একটা অঘোষিত নিয়ম। এভাবেই যেন সময় বহমান হয়। কিন্তু কখনো কখনো চাটুকারিতা মোসাহেবি এমন ভয়াবহ রূপ নেয় যে, যে কোনো মানুষ তার ন্যূনতম বিবেক অবশিষ্ট থাকলে মোসাহেবির অথবা চাটুকারিতার এ বীভৎসতা…