বাঙালির ভাষা এবং সংস্কৃতির ওপর পাকিস্তানিদের অগ্রহণযোগ্য আগ্রাসন ছিল বাংলাদেশের স্বাধীনতা-আন্দোলনের অন্যতম কারণ। তারা শুধু বাংলা ভাষার ওপর খড়গ চালিয়েই ক্ষান্ত হয়নি, আমরা যেন রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ, মাইকেল, লালন, বিদ্যাসাগর, শরৎ, বঙ্কিম, সুনীলের সাহিত্য থেকে বঞ্চিত থাকি, সুচিত্রা-উত্তমের ছবি দেখতে না পারি, হেমন্ত, সন্ধ্যা, গীতা, মান্না, প্রতিমা, সতীনাথ, মানবেন্দ্র,…