মায়াবিশারদ মারীচ অদ্ভুত শোভাময় স্বর্ণ মৃগের রূপ ধারণ করে সীতার মন হরণ করে এবং সেই মৃগ ধরার জন্য রাম-লক্ষণ দূরে সরে যাওয়া মাত্রই রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে যায়। স্বর্ণালি বর্ণের মনোহর এই মৃগ শত শত রৌপ্য বিন্দুতে চিত্রিত। সীতাকে প্রলোভিত করার জন্য সে ঘাস ও পাতা খেতে খেতে একবার একদিকে, আবার অন্যদিকে যায়। কখনো বিচিত্র সব ক্রীড়া করে, কখনো বসে, একটু দূরে সরে গিয়ে আবার…