মঙ্গলবার (২ মে) পত্রিকা বেরোয়নি তাই লেখা হয়নি। সোমবার ছিল পয়লা মে। সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের মুক্তির দিন। যদিও শ্রমিকের মুক্তি আসেনি, মর্যাদা বাড়েনি। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের আন্দোলনে এক ধস নেমেছে। ৫০-৬০ বছর আগে পাকিস্তান আমলে শ্রমিক আন্দোলনের যে গুরুত্ব ও মর্যাদা ছিল এখন তার ছিটেফোঁটাও নেই। আমরাই দেখেছি ছাত্র-যুবক-কৃষক-শ্রমিক সব এক ছিল, মালিক ছিল আলাদা। কিন্তু…