২০১৪ সাল থেকে বিএনপি অব্যাহতভাবে সরকার পতনের আন্দোলন করে আসছে। ১০ বছর একটানা আন্দোলন চালিয়েও কেন কোনো সফলতার মুখ দেখতে পারল না, তার বিচার-বিশ্লেষণ বিএনপি করছে কি না জানি না। ২০১৪ আর ২০২৩ এক নয়। ২০১৪-তে তারা পারেনি। কিন্তু এখনো সেই এক জায়গায় দাঁড়িয়ে ১০ বছর ধরে সরকার পতনের হাঁকডাক করছে, কাজ কিছুই হয়নি। বারবার ভুল সিদ্ধান্তের জন্য তারা ক্রমশ পেছনে চলে যাচ্ছে। তারা বুঝতে…