প্রতি বছর ঐতিহাসিক ৭ জুন তথা ‘ছয় দফা দিবস’ আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি। এ বছর ৭ জুন, তথা ছয় দফা দিবসের ৫৭তম বার্ষিকী। বঙ্গবন্ধুর নিঃশর্ত মুক্তি ও ছয় দফা দাবির বাস্তবায়নে ১৯৬৬-এর ৭ জুনের কর্মসূচি পালনে মনু মিয়া, মুজিবুল্লাহসহ অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল ঐতিহাসিক ছয় দফা। ছয় দফা ও ৭ জুন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিধায় জাতীয় মুক্তিসংগ্রামের ইতিহাসে দিনটির…